ভিডিও মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

হেরেও ভারতের ওপরে বাংলাদেশ

হেরেও ভারতের ওপরে বাংলাদেশ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। তবে একই দিন ভারতেরও হার বাংলাদেশের জন্য একটু স্বস্তির বার্তা হয়ে এসেছে। হংকংয়ে সফরে গিয়ে স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরেছে ইগর স্টিমাচের দল। ফলে গ্রুপ ‘সি’-তে পয়েন্ট তালিকার তলানিতে নেমে গেছে ভারত। সিঙ্গাপুরের কাছে হারলেও বাংলাদেশের অবস্থান তৃতীয়।

ম্যাচ শুরুর আগে ভারতের জয় নিশ্চিত করতে খেলোয়াড়দের আর্থিকভাবে অনুপ্রাণিত করেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। হংকংকে হারাতে পারলে ভারতীয় দলকে দেওয়া হতো ৪২ লাখ রুপি। তবে সেই পরিকল্পনা মাঠে কাজে আসেনি। ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৬ ধাপ পেছনে থাকা হংকংয়ের কাছে হেরে গেছে যোগ হওয়া সময়ের গোলে। পেনাল্টি থেকে এই গোলটি করেন হংকংয়ের স্তেফান পেরেইরা। প্রথমার্ধে দু’দলই একাধিক গোলের সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি। ভারত সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার, তবে ফিনিশিংয়ের অভাবে ব্যর্থ হয় তারা। দ্বিতীয়ার্ধে অভিজ্ঞ ফরোয়ার্ড সুনীল ছেত্রী নামলেও তাতেও লাভ হয়নি।

আরও পড়ুন

এই হারে গ্রুপ ‘সি’-তে রদবদল হয়েছে পয়েন্ট টেবিলে। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন সিঙ্গাপুর। সমান পয়েন্টে গোল ব্যবধানে দুইয়ে হংকং। এক ড্র ও এক হারে ১ পয়েন্ট নিয়ে তিনে বাংলাদেশ। আর গোল ব্যবধানে পিছিয়ে থেকে এক পয়েন্টেই চার নম্বরে ভারত। বাংলাদেশকে বাছাইয়ের পরবর্তী ধাপে যেতে হলে অক্টোবরের ম্যাচগুলোতে হংকংয়ের বিপক্ষে পয়েন্ট তুলতেই হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুঃসময় কাটছেই না এয়ার ইন্ডিয়ার , একদিনে ৬ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

এয়ার ইন্ডিয়ার ৬ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

পূজার বিরুদ্ধে অপহরণের অভিযোগ

হোলি আর্টিজানে হামলা: ৭ আসামির আমৃত্যু কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দিনাজপুরের নবাবগঞ্জে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

ডা. জুবাইদা রহমান-এর জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন