ভিডিও মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

 ময়মনসিংহে তালাবদ্ধ ঘর থেকে অর্ধগলিত গৃহবধূর লাশ উদ্ধার

 ময়মনসিংহে তালাবদ্ধ ঘর থেকে অর্ধগলিত গৃহবধূর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক:  ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর বাজার এলাকার আল-আমিন খান নয়নের ভাড়া বাসার তালাবদ্ধ ঘর থেকে মোছা. সাবিনা আক্তার (৪২) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী স্বপন মিয়া পলাতক রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ‍্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

 

রোববার (৮ জুন) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেন স্থানীয়রা।

নিহত সাবিনা আক্তার ত্রিশাল উপজেলার কানিহারি ইউনিয়নের তিরখী গ্রামের রুহুল আমীনের মেয়ে। পার্শ্ববর্তী ইশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের কোডের চড় এলাকার স্বপন মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে তিনটি সন্তান রয়েছে।

ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন

তিনি জানান, তালাবদ্ধ ঘর থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি একটি হত্যাকাণ্ড। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন থেকে নিহত ও নিহতের স্বামীর মোবাইল ফোন বন্ধ থাকায় সিডস্টোর বাজার ভাড়া বাসায় স্বজনরা খোঁজ নিতে এসে ঘরটি বাহির থেকে তালাবদ্ধ পায়। পরে জানালার ফাঁক দিয়ে ঘরের মেঝেতে নিহতের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন তারা।  

নিহতের ছোট ভাই মো. সাদ্দাম হোসেন জানান, তার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে বোনজামাই স্বপন মিয়া ঘরটি তালাবদ্ধ করে নীরবে পালিয়ে গেছেন। এ ঘটনায় সাবিনার পরিবার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকারীর কঠিন শাস্তির দাবি করেন। 

বাড়ির মালিক মো. আল আমিন খান নয়ন জানান, নিহত সাবিনা আক্তার তার বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। বেশ কিছু দিন যাবৎ স্বামী-স্ত্রীর মাঝে কলহ চলছিল। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার ভাঙ্গুড়ায় দুর্বৃত্তদের আগুনে নিঃস্ব সাত পরিবার

খুলনায় ছাত্রদলের সাবেক নেতাসহ গ্রেপ্তার ৫, অস্ত্র-মাদক জব্দ

রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে ট্রাক চালক নিহত

নদীতে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

রংপুর জেলা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম পিন্টু গ্রেফতার