ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

শ্যালিকার হাতে খুন হয়েছেন দুলাভাই

শ্যালিকার হাতে খুন হয়েছেন দুলাভাই, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: লালমনিরহাটের কালীগঞ্জে পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে শ্যালিকার হাতে খুন হয়েছেন দুলাভাই দুলু মিয়া (৩৫)।বৃহস্পতিবার (৫ জুন) সকালে উপজেলার ভোটমারী ইউনিয়নের হাজরানীয়া সদরপাড়া এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা।

নিহত দুলু মিয়া ওই এলাকার শওকত আলীর ছেলে। অভিযুক্ত শ্যালিকা চাঁদনী (১৬) এসএসসি পরীক্ষার্থী এবং একই এলাকার মোকছেদুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় স্ত্রী মনি বেগমকে মোবাইলে কারও সঙ্গে কথা বলতে দেখে সন্দেহ প্রকাশ করেন দুলু মিয়া। ফোন থেকে নম্বর ডিলিট করাকে কেন্দ্র করে শুরু হয় স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শ্যালিকা চাঁদনী কাপড় কাটার কাচি দিয়ে দুলাভাইয়ের গলায় আঘাত করেন।

আরও পড়ুন

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই চাঁদনী পালিয়ে যায়।

কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেক হত্যার দায়ে বগুড়ায় দুইজনের যাবজ্জীবন

পঞ্চগড়ের বোদায় ডাক্তার ছাড়াই ওয়ার্ড বয়ের অপারেশন, নার্সিং হোম সিলগালা

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

বগুড়ায় রিপন ফকির হত্যা মামলায় সাবেক কাউন্সিলর মতিন শোন এ্যারেস্ট

দিনাজপুরের নবাবগঞ্জে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেফতার