ভিডিও শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

‘আমি কোনওদিন নিজের শরীরকে ব্যবহার করে তার বদলে কাজ নিইনি'

‘আমি কোনওদিন নিজের শরীরকে ব্যবহার করে তার বদলে কাজ নিইনি', ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক:বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার দারুণ সব অভিজ্ঞতা যেমন ছিল, তেমনই ছিল অন্ধকার কিছু অধ্যায়ও। সম্প্রতি নিজের জীবনের এমনই এক যৌন হেনস্থার অভিজ্ঞতা শেয়ার করলেন ‘হেট স্টোরি’ ছবিখ্যাত অভিনেত্রী সুরভীন চাওলা।সম্প্রতি, ‘ক্রিমিনাল জাস্টিস সিজন ৪’–এর প্রচারে একটি পডকাস্টে হাজির হয়েছিলেন সুরভীন। সেখানেই অভিনেত্রী অকপটভাবে জানালেন, তিনি একাধিকবার কাস্টিং কাউচের শিকার হয়েছেন। বলিউড তো বটেই, দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে তার।

নাম না তুলে এক পরিচালক সম্পর্কে সুরভীন বলেন, “আমি তখন বিবাহিত। মিটিং ছিল সেই পরিচালকের অফিসে। আলাপ-আলোচনার পর, উনি আমাকে গেট অবধি এগিয়ে দেন। কথাবার্তা চলছিল স্বাভাবিকভাবেই— আমি কী করছি, আমার স্বামী কী করেন ইত্যাদি। কিন্তু দরজা খুলতেই হঠাৎ তিনি আমার দিকে ঝুঁকে পড়েন— আমাকে চুমু খেতে যান! আমি সঙ্গে সঙ্গে তাকে ঠেলে সরিয়ে দিই, আর বলি, ‘আরে! তুমি করছটা কী? সরো আমার সামনে থেকে!’ তারপর আর কোনও কথা না বলে সেখান থেকে সোজা হাঁটা দিয়েছিলাম। আমার ওইমুহুর্তে ওটাই তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল, ‘এসব কীভাবে করছো তুমি!’

তবে এখানেই শেষ নয়। আরও একটি ঘটনার কথাও জানান এই অভিনেত্রী। সুরভীনের দাবি, এক জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সরাসরি না বললেও, এক ব্যক্তির মাধ্যমে তাকে ‘সময় কাটানোর’ প্রস্তাব পাঠিয়েছিলেন! ভাষাগত সমস্যার কারণে পরিচালক নিজের কথা বলতে না পারলেও, ‘কোডেড ল্যাঙ্গুয়েজে’ তার বার্তা বুঝিয়ে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন

সুরভীন বললেন, “আমি বুঝতে পারছিলাম কোথাও কিছু গোলমাল আছে। তাকে সরাসরি জিজ্ঞেস করেছিলাম— এই কথা বলতে চাইছেন তো, যে পরিচালক চান আমি তার সঙ্গে শুতে যাই? আমি বলেছিলাম, ‘স্যার, দুঃখিত, আপনি ভুল দরজায় টোকা দিচ্ছেন। আমি কোনওদিন নিজের শরীরকে ব্যবহার করে তার বদলে কাজ নিইনি, আর নেবও না!”

সুরভীনকে শেষ দেখা গিয়েছিল ‘রাণা  নাইডু’, ‘ডিকাপলড’ এবং ‘স্যাক্রেড গেমস’-এ। আর এখন ওটিটিতে স্ট্রিম করছে তার নতুন ওয়েব শো ‘ক্রিমিনাল জাস্টিস সিজন ৪’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বাড়ায় ভোগান্তিতে বানভাসীরা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধে চলছে রান্নার কাজ 

দিনাজপুরের বিরলে পেঁপে চাষে কৃষকদের ভাগ্য বদলাচ্ছে

রংপুরে হিন্দুদের বাড়িতে হামলার  ঘটনায় পাঁচজন দুই দিনের রিমান্ডে  

বগুড়ার সোনাতলায় বৃষ্টির পানিতে স্কুল ভবনের ছাদ  চুয়ে শিক্ষার্থীদের বই খাতা ভিজে যাচ্ছে

বগুড়ায় যুবদল নেতা অতুলের ওপর হামলার  প্রতিবাদে জেলা যুবদলের  বিক্ষোভ 

বড়াইগ্রামে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস