ভিডিও শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

বগুড়ার ধুনটে আগুনে পুড়ে কৃষকের বাড়িঘর পুড়ে ছাই, গরু-ছাগলের মৃত্যু

বগুড়ার ধুনটে আগুনে পুড়ে কৃষকের বাড়িঘর পুড়ে ছাই, গরু-ছাগলের মৃত্যু। প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে দিনমজুর ও কৃষক পরিবারের বসতবাড়ি, আসবাবপত্র, খাদ্যসামগ্রী পুড়ে ছাই এবং চারটি গরু ও দু’টি ছাগলের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামে এই আগুনের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নাংলু গ্রামের প্রান্তিক কৃষক আনোয়ার হোসেনের বাড়ির গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই বসতঘর ও ঘরে থাকা মালামাল, গরু ও ছাগল পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত আনোয়ার হোসেন।

আরও পড়ুন

এছাড়া একই সময় আগুনে প্রতিবেশী দিনমজুর নাসিম উদ্দিনের বাড়িঘর পুড়ে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। ধুনট উপজেলার নিমগাছি ইউপি চেয়ারম্যান সনিতা নাছরিন এ তথ্য নিশ্চিত করে বলেন, আগুনের ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বাড়ায় ভোগান্তিতে বানভাসীরা, বন্যা নিয়ন্ত্রণ বাঁধে চলছে রান্নার কাজ 

দিনাজপুরের বিরলে পেঁপে চাষে কৃষকদের ভাগ্য বদলাচ্ছে

রংপুরে হিন্দুদের বাড়িতে হামলার  ঘটনায় পাঁচজন দুই দিনের রিমান্ডে  

বগুড়ার সোনাতলায় বৃষ্টির পানিতে স্কুল ভবনের ছাদ  চুয়ে শিক্ষার্থীদের বই খাতা ভিজে যাচ্ছে

বগুড়ায় যুবদল নেতা অতুলের ওপর হামলার  প্রতিবাদে জেলা যুবদলের  বিক্ষোভ 

বড়াইগ্রামে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস