ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

রাজধানীর তেজগাঁও ও টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ২

রাজধানীর তেজগাঁও ও টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ২

রাজধানীর তেজগাঁও ও গাজীপুরের টঙ্গী রেলস্টেশনের উত্তর পাশে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজন নিহত হয়েছে।

আজ সোমবার (০১ জুন) দুপুরের দিকে নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে রেলওয়ে থানা পুলিশ।

নিহতরা হলো– সুমা চন্দ্র দাস (২৫) ও অজ্ঞাতনামা (৪০) পুরুষ।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) এইচ এম এ বাসার বলেন, ‘আমরা খবর পেয়ে তেজগাঁও নাখালপাড়া ও মহাখালীর মাঝ বরাবর পাগলার পুল রেললাইনে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এইচ এম এ বাসার আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি ৬০১ নম্বর কন্টেইনারের সাথে ধাক্কা লেগে ডাউন লাইনে কাঁটা পড়েন ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। আমরা এখনও নিহত ব্যক্তির নাম–পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম–পরিচয় জানার চেষ্টা চলছে।’

আরও পড়ুন

অপরদিকে, টঙ্গী রেলস্টেশনের উত্তর পাশে জামিয়া নেসারিয়া মাদরাসা এলাকায় ট্রেনে কাটা পড়ে সুমা নামে ওই নারীর মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ২৫ বছর।

ঢাকা রেলওয়ে থানার আরেক উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘আমরা খবর পেয়ে টঙ্গী রেল স্টেশনের উত্তর পাশে জামিয়া নেসারিয়া মাদরাসার রেলগেট এলাকায় দ্বিখণ্ডিত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করি। নিহতের গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার আটপাড়া থানার দিয়ারা গ্রামে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’

নিহতের বাবা যতন চন্দ্র দাস বলেন, ‘আমার মেয়ে মানসিক রোগী ছিল। গতকাল বিকালের দিকে রেললাইনে বসে ছিল। এ অবস্থায় একটি ট্রেনের ইঞ্জিন যাওয়ার সময় ওই ইঞ্জিনে কাটা পরে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেক হত্যার দায়ে বগুড়ায় দুইজনের যাবজ্জীবন

পঞ্চগড়ের বোদায় ডাক্তার ছাড়াই ওয়ার্ড বয়ের অপারেশন, নার্সিং হোম সিলগালা

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

বগুড়ায় রিপন ফকির হত্যা মামলায় সাবেক কাউন্সিলর মতিন শোন এ্যারেস্ট

দিনাজপুরের নবাবগঞ্জে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেফতার