ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর তেজগাঁও ও টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ২

রাজধানীর তেজগাঁও ও টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ২

রাজধানীর তেজগাঁও ও গাজীপুরের টঙ্গী রেলস্টেশনের উত্তর পাশে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজন নিহত হয়েছে।

আজ সোমবার (০১ জুন) দুপুরের দিকে নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে রেলওয়ে থানা পুলিশ।

নিহতরা হলো– সুমা চন্দ্র দাস (২৫) ও অজ্ঞাতনামা (৪০) পুরুষ।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) এইচ এম এ বাসার বলেন, ‘আমরা খবর পেয়ে তেজগাঁও নাখালপাড়া ও মহাখালীর মাঝ বরাবর পাগলার পুল রেললাইনে ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এইচ এম এ বাসার আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি ৬০১ নম্বর কন্টেইনারের সাথে ধাক্কা লেগে ডাউন লাইনে কাঁটা পড়েন ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। আমরা এখনও নিহত ব্যক্তির নাম–পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম–পরিচয় জানার চেষ্টা চলছে।’

আরও পড়ুন

অপরদিকে, টঙ্গী রেলস্টেশনের উত্তর পাশে জামিয়া নেসারিয়া মাদরাসা এলাকায় ট্রেনে কাটা পড়ে সুমা নামে ওই নারীর মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ২৫ বছর।

ঢাকা রেলওয়ে থানার আরেক উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘আমরা খবর পেয়ে টঙ্গী রেল স্টেশনের উত্তর পাশে জামিয়া নেসারিয়া মাদরাসার রেলগেট এলাকায় দ্বিখণ্ডিত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করি। নিহতের গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার আটপাড়া থানার দিয়ারা গ্রামে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’

নিহতের বাবা যতন চন্দ্র দাস বলেন, ‘আমার মেয়ে মানসিক রোগী ছিল। গতকাল বিকালের দিকে রেললাইনে বসে ছিল। এ অবস্থায় একটি ট্রেনের ইঞ্জিন যাওয়ার সময় ওই ইঞ্জিনে কাটা পরে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস