ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

এনসিপি যদি চায় ডিক্লেয়ার দিয়ে আসুক, জাতীয় পার্টি প্রস্তুত - জাপা নেতা মোস্তফা

এনসিপি যদি চায় ডিক্লেয়ার দিয়ে আসুক, জাতীয় পার্টি প্রস্তুত - জাপা নেতা মোস্তফা

রংপুর জেলা প্রতিনিধি : জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রসিকের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, এখন মবের যুগ। মব ভায়োলেন্স চলছে তবে জাতীয় পার্টি মবে দুর্বল না। জাতীয় পার্টি যে কোন মব ফেস করতে পারে। কেউ এ্যাকশন করলে আমরা রিএ্যাকশন করতে প্রস্তুত আছি। সারাদেশের মতো রংপুরেও প্রশাসন একদম কোন কাজ করছে না। মানুষের জানমালের নিরাপত্তার জন্য বিজিবি, পুলিশ। আপনাদের বেতন হয় মানুষের ট্যাক্সের টাকায়।

সেই ট্যাক্সের টাকা খেয়ে পক্ষপাতমুলক আচরণ করছেন। আপনারা কারো দলদাশে পরিণত হইয়েন না। আপনাদের পক্ষপাতমুলক আচরণ রংপুরের মানুষ দেখছেন। তাই বলতে চাই এনসিপি যদি চায় ডিক্লেয়ার দিয়ে আসুক জাতীয় পার্টি সবসময় প্রস্তুত আছে। জাতীয় পার্টি কোন সন্ত্রাসী রাজনৈতিক দল নয়। জাতীয় পার্টি সাধারণ গণমানুষের দল। আমাদের পার্টির চেয়ারম্যান সেটাই শিক্ষা দিয়ে গেছেন।

আজ শনিবার (৩১ মে) বিকেলে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের স্কাই ভিউ বাড়িতে হামলার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল শেষে পায়রাচত্বরে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। জাপা নেতা মোস্তফা মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসিকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন, আইন আইনের গতিতে চলবে ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করুন।

আরও পড়ুন

এর মধ্যে মামলা এন্ট্রি না দিলে, থানা ঘেরাওসহ কর্মসূচি দেওয়া হবে। এনসিপিদের মুখোমুখি হামলা করার সাহস নেই। তারা হিজড়ার মতো পেছন থেকে অতর্কিত হামলা করে। আমরা পার্টি অফিসে ছিলাম। সাহস থাকলে পার্টি অফিসে হামলা করতা। হিজড়ার মতো কেন হামলা করলা। এই হামলায় রংপুরের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ এখনও হচ্ছে। এর আগে জিএম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর। এসময় মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবজির খোসা ছাড়ানোর কাজ সহজ করার উদ্যোগ নিয়ে উদ্যোক্তা হয়েছেন জাহানারা

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

ব্রোথেলের গল্প থেকে তানিয়ার তানিস বাংলাদেশ

সোনারগাঁয়ে ডাব পাড়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে ছোট ভাইকে হত্যা

মারা গেছেন ‘ইয়া আলি’ খ্যাত গায়ক জুবিন গার্গ