ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

নাটোরের গুরুদাসপুরে নন্দকুঁজা নদী রক্ষার দাবিতে মানববন্ধন

নাটোরের গুরুদাসপুরে নন্দকুঁজা নদী রক্ষার দাবিতে মানববন্ধন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : ‘বাঁচাও নদী, বাঁচাও দেশ, নদীমাতৃক বাংলাদেশ’ এই স্লেøাগানে মুখর হয়ে উঠলো নাটোরের গুরুদাসপুর। জেলার গুরুত্বপূর্ণ নদী নন্দকুঁজাকে অবৈধ দখল ও দূষণ থেকে রক্ষার দাবিতে উপজেলা সদর চাঁচকৈড় গরুহাট এলাকায় আজ বৃহস্পতিবার (২৯ মে) সকাল সাড়ে ১০টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নদী রক্ষা আন্দোলন কমিটি ও স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে তারা নদী রক্ষার দাবিতে স্লোগান দেন। মানববন্ধন সঞ্চালনা করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার গুরুদাসপুর উপজেলা শাখার সহ-সভাপতি কে.এম. রাকিবুল ইসলাম।

এসময় বক্তব্য দেন নদী রক্ষা আন্দোলন কমিটির গুরুদাসপুর উপজেলা শাখার সভাপতি মজিবর রহমান মজনু, সমাজসেবক ও আইনজীবী রাশিদুল ইসলাম, চিকিৎসক ডা. মোহাম্মদ আলী, চলনবিল প্রেস ক্লাবের সভাপতি আলী আক্কাস, ইমাম হাসান পিন্টু, রাকিবুল হাসান রাজা, রাফিউল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা আফরোজ জানান, প্রশাসন ইতোমধ্যে অবৈধ স্থাপনা চিহ্নিত করেছে। খুব দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ অভিযান শুরু করা হবে। তাছাড়াও পৌরসভার বর্জ্য অন্যত্র ফেলা এবং অপরিচ্ছন্ন স্থানগুলো পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেক হত্যার দায়ে বগুড়ায় দুইজনের যাবজ্জীবন

পঞ্চগড়ের বোদায় ডাক্তার ছাড়াই ওয়ার্ড বয়ের অপারেশন, নার্সিং হোম সিলগালা

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

বগুড়ায় রিপন ফকির হত্যা মামলায় সাবেক কাউন্সিলর মতিন শোন এ্যারেস্ট

দিনাজপুরের নবাবগঞ্জে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেফতার