ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

নাটোরের গুরুদাসপুরে নন্দকুঁজা নদী রক্ষার দাবিতে মানববন্ধন

নাটোরের গুরুদাসপুরে নন্দকুঁজা নদী রক্ষার দাবিতে মানববন্ধন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : ‘বাঁচাও নদী, বাঁচাও দেশ, নদীমাতৃক বাংলাদেশ’ এই স্লেøাগানে মুখর হয়ে উঠলো নাটোরের গুরুদাসপুর। জেলার গুরুত্বপূর্ণ নদী নন্দকুঁজাকে অবৈধ দখল ও দূষণ থেকে রক্ষার দাবিতে উপজেলা সদর চাঁচকৈড় গরুহাট এলাকায় আজ বৃহস্পতিবার (২৯ মে) সকাল সাড়ে ১০টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নদী রক্ষা আন্দোলন কমিটি ও স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে তারা নদী রক্ষার দাবিতে স্লোগান দেন। মানববন্ধন সঞ্চালনা করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার গুরুদাসপুর উপজেলা শাখার সহ-সভাপতি কে.এম. রাকিবুল ইসলাম।

এসময় বক্তব্য দেন নদী রক্ষা আন্দোলন কমিটির গুরুদাসপুর উপজেলা শাখার সভাপতি মজিবর রহমান মজনু, সমাজসেবক ও আইনজীবী রাশিদুল ইসলাম, চিকিৎসক ডা. মোহাম্মদ আলী, চলনবিল প্রেস ক্লাবের সভাপতি আলী আক্কাস, ইমাম হাসান পিন্টু, রাকিবুল হাসান রাজা, রাফিউল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা আফরোজ জানান, প্রশাসন ইতোমধ্যে অবৈধ স্থাপনা চিহ্নিত করেছে। খুব দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ অভিযান শুরু করা হবে। তাছাড়াও পৌরসভার বর্জ্য অন্যত্র ফেলা এবং অপরিচ্ছন্ন স্থানগুলো পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস