ভিডিও বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে ১৮ হাজার টিকিট বিক্রি

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে ১৮ হাজার টিকিট বিক্রি

স্পোর্টস ডেস্ক:   সোমবার (২৬ মে) রাত ১০টার দিকে সীমিত পরিসরে শুরু হয় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি। এরপর অল্প সময়ের মধ্যেই ম্যাচের সব টিকিট শেষ হয়ে যায়। মঙ্গলবার (২৭ মে) দুপুর নাগাদ টিকিট বিক্রেতা প্রতিষ্ঠান টিকিফাইয়ের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, সাধারণ দর্শকদের জন্য ম্যাচের কোনো টিকিট অবশিষ্ট নেই।


ম্যাচের টিকিট পেয়ে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে এক ফুটবলপ্রেমী লিখেছেন, ‘দুই দিনের অপেক্ষার পর অবশেষে টিকিট কাটতে পারলাম।’

গত ২৪ মে দুপুর ১২টায় এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচটির টিকিট বিক্রি শুরু হওয়ার কথা ছিলো। তবে টিকিট বিক্রি শুরুর ঘণ্টাখানেক আগে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানায়, ১২টার পরিবর্তে রাত ৮টায় শুরু হবে সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি।

এরপর সেদিন রাত ১১টার পর অপর এক বার্তায় বাফুফে জানায়, সাইবার আক্রমণের কারণে টিকিট বিক্রি বন্ধ হয়েছে। দর্শকদের ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ শিগগিরই টিকিট বিক্রির শুরুর নতুন সময়ের কথা জানায় বাফুফে। অবশেষে সোমবার রাত ১০টার পর শুরু হয় টিকিট বিক্রি। এ যাত্রায় নির্বিঘ্নে-ই টিকিট সংগ্রহ করতে পেরেছে দেশের ফুটবলপ্রেমীরা।

আরও পড়ুন

প্রসঙ্গত, আগামী ১০ জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। হামজা চৌধুরীর পাশাপাশি এই ম্যাচে খেলার কথা রয়েছে শমিত শোমের।

বহুল প্রতীক্ষিত এই ম্যাচটির জন্য সবমিলিয়ে ৯টি ক্যাটাগরির ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি করেছে বাফুফে। যার মধ্যে সর্বনিম্ন দাম ধরা হয়েছে সাধারণ গ্যালারি ৪০০ টাকা। আর হসপিটালিটি বক্স, করপোরেট বক্সের প্রতি টিকিটের দাম ধরা হয়েছে সর্বোচ্চ ৫ হাজার টাকা করে। এর বাইরে ভিআইপি-১ বক্সের টিকিটের দাম ৪ হাজার টাকা, ভিআইপি-২ ও ভিআইপি-৩ বক্সের টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা। স্কাই ভিউয়ের টিকিটের দাম ৩ হাজার টাকা। ক্লাব হাউজ-১ এর টিকিটের দাম ২ হাজার ৫০০ ও ক্লাব হাউজ-২ এর দাম ২ হাজার টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ দল

বাংলাদেশকে ২০২ রানের লক্ষ্য দিলো পাকিস্তান

দিনাজপুরের ফুলবাড়ীতে শত বছরের কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

দেশে জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

কুড়িগ্রামের রৌমারীতে ভারতীয় ড্রোন!

রাইসার কণ্ঠে আনন্দের গান ‘সন্ধ্যা নেমে আসুক’