সিরাজগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যার ঘটনায় ডাকাত সর্দার গ্রেফতার

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের পুলিশ কনস্টেবল হত্যা মামলার প্রধান আসামি আন্তঃজেলা ডাকাতদলের সর্দার মো. নূর ইসলামকে (৩১) গ্রেফতার করা হয়েছে। র্যাব-১২ সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র্যাব-১১ সদর কোম্পানি নারায়ণগঞ্জের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে নারায়ণগঞ্জ সদরের দেওভোগ বাংলাবাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র্যাব সূত্র জানায়, ধৃত আসামি মো. নুর ইসলাম বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ধাপসুখানগাড়ী এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল রাত সাড়ে ৩টার দিকে টাঙ্গাইলের বাসাখানপুর এলাকায় এক গরু ব্যাবসায়ীর পিকআপসহ ৬টি গরু ডাকাতি করে অজ্ঞাতনামা ৭/৮ জনের ডাকাত দল। ডাকাতি শেষে গাড়িটি উত্তরবঙ্গের দিকে যাওয়ার সময় যমুনা সেতু পশ্চিম থানার পুলিশের বেশকয়েকটি টহল টিম গাড়িটি আটকের চেষ্টা করে। এক পর্যায়ে যমুনা সেতু পশ্চিম থানাধীন ঝাঐল ব্রিজের পশ্চিম মাথায় গাড়ি চালিয়ে রাস্তার বেড়িকেড ভেঙে কর্তব্যরত কনস্টেবলকে সজোরে ধাক্কা দিয়ে উত্তরবঙ্গের দিকে যায় গাড়িটি। এতে ওই কনস্টেবল ট্রাকের ধাক্কায় মাথায় গুরুতর জখমপ্রাপ্ত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ঢাকায় প্রেরণ করা হয়। এরপর সেখান থেকে আবার তাকে ইবনে সিনা হাসপাতালে রেফার্ড করা হয়। পরবর্তীতে সেখানে ওই কনস্টেবল গত ২৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যান। এরপর পুলিশ কনস্টেবল হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়। পরে ওই ডাকাতদলকে গ্রেফতারে অভিযানে নামে র্যাব। এক পর্যায়ে এ ঘটনায় প্রধান আসামি ডাকাত সর্দার নূর ইসলামকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। গ্রেফতারের পর নূর ইসলামকে যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন