প্রশাসনের কড়া নিরাপত্তা
বগুড়ার মহাস্থান মাজারে শান্তিপূর্ণভাবে পবিত্র ওরস শরিফ অনুষ্ঠিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে আজ বৃহস্পতিবার বৈশাখী উৎসব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গত বছরের মত এবারও আবহাওয়া অনুকুলে থাকায় জমজমাট উৎসব উদযাপন হয়েছে। মহান অলি হযরত শাহ্সুলতান মাহমুদ বলখী (র:) ইতিহাসকে স্মরণ করে প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার বিনা প্রচারনায়, বিনা দাওয়াতে একদিন এক রাতের জন্য এখানে মাজার ভক্তদের বিশাল মিলন মেলায় পরিপূর্ণ হয়ে ওঠে। হযরত শাহসুলতান ও পশুরামের ইতিহাসকে ঘিরে প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এই উৎসব উদ্যাপিত হয়ে থাকে। মেলার দিনটিতে এখানে লাখ লাখ মানুষের ঢল নামে । বৃষ্টি ও বৈরী আবহাওয়া না হওয়ায় আজ সন্ধ্যার পর লক্ষাধিক লোকের সমাগম ঘটে। সাধু সন্যাসীদের শরিয়ত, মারিফত ও বাউল সঙ্গীত ও তাদের আগমনে মুখরিত হয়েছে মাজার ও এর আশেপাশের এলাকা। এ দিকে এ উৎসবকে ঘিরে মাজার এলাকায় গাঁজা সেবনকারীদের উপস্থিতি এবারও কমতি ছিলনা। তবে তারা প্রতি বছরের মত এবার মাজার এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবন করতে পারেনি। তবে কেউ কেউ সামান্য দুরে মাজার এলাকার বাহিরে অবস্থান নিয়ে গাঁজা সেবন করেছে।
এ দিনকে শান্তিপূর্ণভাবে উদযাপন করার জন্য উপজেলা, থানা ও মাজার মসজিদ কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সারারাতব্যাপী নফল ইবাদতের জন্য মসজিদে ব্যবস্থা করা হয়েছে। এবছরে সবচেয়ে বেশি বসানো হয়েছে মহাস্থান গড়ের বিভিন্ন প্রকার কটকটির দোকান, খাবারের হোটেল, খেলনাসহ বিভিন্ন দোকান পাট। কটকটি ব্যবসায়ীরা জানান, আবহাওয়া ভাল থাকলে আমরা এদিনে ১থেকে দেড় কোটি টাকার কটকটি বিক্রি করতে পারব।
আরও পড়ুনএব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী জিয়াউর রহমান শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান শাহীনের সাথে কথা বললে তারা জানান, এদিনকে শান্তিপূর্ণভাবে উদযাপন করার জন্য কোন প্রকার মাদক সেবন, বিক্রি, লটারীর নামে কোন জুয়া, অশ্লীলতা হতে দেওয়া হয়নি শুধু তাই নয় এবার মোটর সাইকেল খেলা চরকি খেলাসহ সব ধরনের খেলা বন্ধ করা হয়েছে। এমন কি গড় এলাকায় যে সব বাড়ীতে অনৈতিক কার্যকলাপ চলতো এবার সে সব বাড়ী আগে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। মাজার এলাকার পবিত্রতা রক্ষার জন্য পোষাকে ও সাদা পোষাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫শতাধিক সদস্য মাজার এলাকাসহ আশেপাশের এলাকায় টহল জোরদার করেছে। মাজার মসজিদের সদস্য তাহেরুল ইসলাম জানান, মাজারে আগত মুসল্লিরা যেন নিরাপদে ও শান্তিপূর্ণ ভাবে জিকির আজগর, নফল নামাজসহ বিভিন্ন ধরনের ধর্মীয় কাজ ও ইবাদত করতে পারে তার জন্য আমারা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি।
মন্তব্য করুন