বিনোদন পার্ক ‘স্বপ্নপুরী’ থেকে অবৈধ স্থাপনা সরানোর নোটিশ

নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক ও তার পরিবারের নিয়ন্ত্রণে থাকা নবাবগঞ্জ উপজেলার খালিপপুরে গড়ে তোলা স্বপ্নপুরী বিনোদন কেন্দ্র হতে বন বিভাগের জায়গা থেকে স্থাপনা সরানোর নোটিশ দিয়েছেন বন বিভাগ। গত ২ মে বন বিভাগ দিনাজপুরের মধ্যপাড়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আল আমিন হক স্বাক্ষরিত ওই নোটিশ সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক ও তার বড় চাচা দেলোয়র হোসেনকে প্রদান করা হয়।
নোটিশে বলা হয় গত ২০০৭ সালের ২২ ফেব্রুয়ারি বিভাগীয় বন কর্মকর্তা দিনাজপুরের ৬২৯/৮-১ নং পত্র মূলে ৭ দিনের মধ্যে স্বপ্নপুরী বিনোদন পার্ক নামীয় অবৈধ স্থাপনাটি অপসারণের জন্য বলা হয়েছিল। কিন্তু অদ্যবধি আপনারা সরকারি বন ভূমিতে অবৈধভাবে স্থাপিত স্বপ্নপুরী বিনোদন পার্ক নামীয় অবৈধ স্থাপনাটি অপসারণ করেন নাই। অত্র নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে সরকারি বনভূমির দখল ছেড়ে দেয়ার জন্য নির্দেশক্রমে বলা হলো। দখল ছেড়ে দিতে ব্যর্থ হলে সকল প্রকার স্থাপনা অপসারণ করে বন বিভাগ তথা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে এবং আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে নোটিশ প্রাপকগণ পলাতক থাকায় তাদের সাথে যোগাযোগ করা যায়নি। তবে বিনোদন কেন্দ্রের ব্যবস্থাপক মিজানুর জানান, ওই নোটিশ পেয়েছেন। এদিকে নোটিশ অনুযায়ী সেখান থেকে স্থাপনা সরানো না হওয়ায় নোটিশ প্রদানকারী রেঞ্জ কর্মকর্তা আল আমিন হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আমাদের করণীয় শেষ। এখন তারা সেখান থেকে অবৈধ স্থাপনা সরিয়ে ৪১.০৩ একর জায়গা দখলমুক্ত করতে দিনাজপুর জেলা প্রশাসক বরাবর প্রস্তাবনা পাঠিছেন। এ ছাড়াও তাদের বিরুদ্ধে জোর করে ২২.৪৫ একর জমি দখল করে নেয়ার অভিযোগে উপজেলার কুশদহ ইউনিয়নের খালিপপুর গ্রামের মৃত পৃথি হেমরমের ছেলে উকিল হেমরম থানায় একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন
মন্তব্য করুন