ভিডিও রবিবার, ২৪ আগস্ট ২০২৫

রুটি খাও, নইলে আমার বুলেট তো আছেই : পাকিস্তানকে মোদির হুঙ্কার

রুটি খাও, নইলে আমার বুলেট তো আছেই : পাকিস্তানকে মোদির হুঙ্কার

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পর উভয় দেশের মধ্যে উত্তেজনা কিছুটা কমলেও দুই দেশের নেতাদের বক্তব্যে এখনও উত্তাপ বজায় রয়েছে। আর এর মধ্যেই পাকিস্তানকে লক্ষ্য করে হুঙ্কার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানিদের উদ্দেশ্যে তিনি বলেছেন, তোমরা রুটি খাও, না হলে আমার বুলেট তো (তোমাদের জন্য) আছেই। আজ মঙ্গলবার (২৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, এবার সরাসরি পাকিস্তানের জনগণের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, সন্ত্রাসবাদের ‘রোগ’ থেকে পাকিস্তানকে মুক্ত করতে চাইলে সে দেশের জনগণকেই এগিয়ে আসতে হবে।

গুজরাটের ভূজে এক নির্বাচনী জনসভায় মোদি বলেন, আমি পাকিস্তানের জনগণকে জিজ্ঞাসা করতে চাই-সন্ত্রাসবাদ থেকে আপনারা কী পেয়েছেন? ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। আর আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন? পাকিস্তানের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে মোদি বলেন, তোমরা শান্তিতে বাঁচো, পেটভরে রুটি খাও। নইলে আমার গুলি (বুলেট) তো আছেই।

আরও পড়ুন

এর আগে গুজরাটের দাহোদে আরেক জনসভায় মোদি ‘অপারেশন সিন্দুর’-এর কথা উল্লেখ করেন। তিনি বলেন, যখন কেউ আমাদের বোনেদের সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করবে, তখন তাদের অস্তিত্ব মুছে যাওয়াটাও নিশ্চিত হয়ে যায়। ভারতীয় এই প্রধানমন্ত্রী দাবি করেন, ‘অপারেশন সিন্দুর’ শুধু একটি সামরিক অভিযান নয়, এটা আমাদের ভারতীয় মূল্যবোধ এবং হৃদয়ের গভীর আবেগের প্রতিফলন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ কক্সবাজারে রোহিঙ্গা সংকট মোকাবিলায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

আজ সংসদীয় আসনের সীমানা পুনর্র্নিধারণের শুনানি শুরু

বুড়িগঙ্গা থেকে নারী-শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

সারোয়ার তুষারের শোকজ নোটিশ প্রত্যাহার, এনসিপিতে পুনর্বহাল

সরকারের যে আপত্তিতে পদত্যাগ করলেন ডাচ পররাষ্ট্রমন্ত্রী