দিনাজপুরে আদিবাসীর লাশ উদ্ধার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে মাঠ থেকে শুভ হাসদা (১৮) নামে এক আদিবাসীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ সোমবার (২৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের হেয়াতপুর মৌজার আরএমটিবি নামে একটি ইট ভাটার পূর্বপাশে কাটা ধানের জমিতে পড়ে থাকা লাশটি উদ্ধার করা হয়।
শুভ হাসদা একই ইউনিয়নের মালদহ আদিবাসী পাড়া গ্রামের গনেশ হাসদার ছেলে। গনেশ হাসদা জানান, তার ছেলে গতকাল রোববার বিকেলে বাড়ি থেকে বাজারে যায়। এরপর বাড়িতে ফিরে না আসায় রাতে সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি করেও তার খোঁজ পায় নাই। আজ সোমবার (২৬ মে) সকাল ৯টার দিকে তার লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসে।
আরও পড়ুননবাবগঞ্জ থানার এসআই মাহমুদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে প্রায় ৪ কি.মি. দূরে শুভ হাসদার বাড়ি। সে কিভাবে সেখানে এসে মারা গেল তা স্পষ্ট নয়। ৯৯৯ নম্বরে সংবাদ পেয়ে তার লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন