ভিডিও বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

আলফাডাঙ্গায় একই সময় সভা আহ্বান করায় উত্তেজ; ১৪৪ ধারা জারি

আলফাডাঙ্গায় একই সময় সভা আহ্বান করায় উত্তেজ; ১৪৪ ধারা জারি

নিউজ ডেস্ক:  ফরিদপুরের আলফাডাঙ্গার চৌরাস্তায়  বিএনপির দুই পক্ষ একই সময় সভা আহ্বান করায় উত্তেজনার সৃষ্টি হয়। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সোমবার (২৬ মে) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত আলফাডাঙ্গা সদর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। 

স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে আলফাডাঙ্গার চৌরাস্তায় বিএনপির দুইটি পক্ষ একই সময়ে পৃথক কর্মসূচির আয়োজন করে। পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সকাল থেকেই উভয় পক্ষের সমর্থকরা নির্দিষ্ট দূরত্বে জড়ো হতে শুরু করেন। এ কারণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পুলিশ পরে দুই পক্ষের সমর্থকদের দ্রুত সরিয়ে দেয়। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান ১৪৪ ধারা জারির ঘোষণা দেন।

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন বলেন, “কিছুদিন আগে কৃষক দলের একজন নেতা আওয়ামী লীগের এক নেতার সহযোগিতায় সভা আয়োজন করেছিলেন। আমরা এর প্রতিবাদে শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও বিক্ষোভ করেছি। তবে, আমাদের কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি সম্পন্ন করেছি।"

আরও পড়ুন

অপরদিকে, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “আমাদের গ্রুপ একটি সভার আয়োজন করেছিল। প্রশাসনের নির্দেশনার পর তা বাতিল করা হয়েছে। খোশবুর রহমান খোকনের বিএনপির সঙ্গে কোনো সম্পর্ক নেই।”

ফরিদপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেল) ইমরুল হাসান বলেন, “দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল, তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান বলেন, “এলাকায় শান্তি বজায় রাখতে আলফাডাঙ্গা সদর এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময়ে কোনো ধরনের সভা বা সমাবেশের অনুমতি দেওয়া হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইমরান হাশমি ডেঙ্গুতে আক্রান্ত

পদত্যাগ করতে পারেন ফারুক,আলোচনায় আমিনুল

পুশইনে ব্যর্থ হয়ে ককটেল ফাটিয়ে ফিরে গেল বিএসএফ

শক্তিশালী বৃষ্টিবলয়ের আওতায় দেশ

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: ড. মুহাম্মদ ইউনূস

পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ দল