বগুড়ায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার : বগুড়ায় তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার সকাল সাড়ে ৯টায় র্যালি শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, পিএম ইমরুল কায়েস, আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন, বগুড়া সদর উপজেলার নিবার্হী অফিসার আব্দুল ওয়াজেদ, সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার, সহকারী কমিশনার (এলএ) শাখা নাহিয়ান মুনসীফ, সহকারী কমিশনার আবু শাহম, আব্দুল্লাহ আল মামুন, খায়রুল হাসান, ফয়সাল মাহমুদ, রশিদুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুনঅনুষ্ঠানে ভূমি অধিগ্রহণ শাখার চেক হস্তান্তর করা হয়। উদ্বোধন শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। এতে জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, ভূমি উন্নয়ন কর, নামজারি, মিস কেসসহ ভূমি সেবাসমূহ সহজীকরণের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ভূমি সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আরও সোচ্চার হওয়ার আহবান জানান তিনি। পাশাপাশি ভূমি হস্তান্তর, বন্টননামা প্রণয়নসহ নারীদের প্রাপ্য হিসসার ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। অন্তর্র্বর্তী সরকার ইতিমধ্যে ভূমি অধিগ্রহণের চেক হস্তান্তর প্রক্রিয়া ডিজিটালাইজেশনের উদ্যোগ নিয়েছে। জমি অধিগ্রহণে দুর্নীতি প্রতিরোধ ও অধিগ্রহণ করা জমির প্রকৃত মালিকদের ভোগান্তি কমাতে আইবাসের মাধ্যমে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ পরিশোধের ব্যবস্থা গ্রহণ করা উদ্যোগ নেওয়া হচ্ছে। বগুড়ায় তিন দিনব্যাপী এই মেলা আগামীকাল শেষ হবে।
মন্তব্য করুন