ভিডিও শনিবার, ২৪ মে ২০২৫

জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি খুন

ছবি : সংগৃহিত,জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি খুন

দিনাজপুরের বীরগঞ্জে জামাইয়ের বিরুদ্ধে ধারালো ছুরির আঘাতে শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় এগিয়ে আসলে স্ত্রী ও শ্যালককেও আঘাত করে আহত করা হয়। অভিযুক্ত জামাই সামিয়েল মার্ডিকে (৩৮) আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ মে) দিবাগত রাতে উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শাশুড়ির নাম বাহা বেসরা (৫৫)। তিনি ওই গ্রামের মৃত বুদরা হাসদার স্ত্রী।


এ ঘটনায় আহতরা হলেন- সামিয়েল মার্ডির স্ত্রী মিনি হাসদা (৩৬) এবং একই এলাকার সুখন কিস্কুর ছেলে বিকাশ কিস্কু (৩৫)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আটক জামাই সামিয়েল মার্ডি একই এলাকার দক্ষিণ চাউলিয়া গ্রামের শনিরাম মার্ডির ছেলে।

আরও পড়ুন


পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সামিয়েল মার্ডির সঙ্গে স্ত্রী মিনি হাসদার পারিবারিক কলহ চলে আসছিল। কলহের জের ধরে গত ১৫ দিন আগে মিনি হাসদা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চাউলিয়া রামপাড়া গ্রামে চলে আসেন।

শুক্রবার গভীর রাতে সামিয়েল মার্ডি শ্বশুরবাড়িতে গেলে আবারও কলহ লাগে এবং একপর্যায়ে শাশুড়ি বাহা বেসরাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এ সময় স্ত্রী মিনি হাসদা এবং শ্যালক বিকাশ কিস্কু এগিয়ে আসলে তাদেরকেও আঘাত করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে ঘটনাস্থলে বাহা বেসরাকে মৃত অবস্থায় পায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে হত্যার অভিযোগে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিসহ সামিয়েল মার্ডিকে আটক করে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে টেঁটাবিদ্ধ তিনজনসহ আহত ৩০ 

দুই মাসের বেতন পরিশোধের দাবিতে শ্রীপুরে শ্রমিকদের বিক্ষোভ

কুষ্টিয়ায় রাতের আধারে জুয়েলার্সের সোনা-রূপাসহ সিন্দুক লুট

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২

পরপারে অভিনেতা মুকুল দেব

ময়মনসিংহে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ