ভিডিও শনিবার, ২৪ মে ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‌্যাবের হাতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‌্যাবের হাতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ফরিদ শেখকে (৩৩) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)। গ্রেফতার ফরিদ শেখ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বড়দহ বালুয়াপাড়া গ্রামের শামছুল হকের ছেলে। গতকাল বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান, সিপিসি-৩, গাইবান্ধা, র‌্যাব-১৩, রংপুর এর নায়েব সুবেদার মো: নওশের আলী।

অভিযান সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া ফরিদ শেখ একজন সাজাপ্রাপ্ত আসামি। ২০১৯ সালের ১৪ মে গাজীপুর জেলার আশুলিয়া থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। মামলায় বিজ্ঞ আদালত তাকে ফৌজদারি অপরাধে (ধারা ৩২৩/৪২৭, পেনাল কোড ১৮৬০) এক বছরের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে সাত দিনের বিনাশ্রমে কারাদন্ডে দন্ডিত করেন।

আরও পড়ুন

অভিযান সূত্রে আরও জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় সিপিসি-৩, গাইবান্ধা, র‌্যাব-১৩, রংপুরের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে উপজেলার হরিরামপুর ইউনিয়নের বড়দহ বালুয়াপাড়া গ্রামে আজল হকের চায়ের দোকানের সামনে থেকে ফরিদ শেখকে গ্রেফতার করে। রাতেই তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারুণ্যের সমাবেশে গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা

ফ্লাইওভার থেকে যাত্রাবাড়ী পার্কে ককটেল বিস্ফোরণ, আহত ৪

শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নওগাঁর রাণীনগরে পাখি পল্লীর পাখি উধাও

সিরাজগঞ্জে দ্রুত বাড়ছে যমুনার পানি

নাটোরের সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ১৬ টন সরকারি চাল উদ্ধার