ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় জেরিন আক্তার (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। গত বুধবার রাতে রুহিয়া থানাধীন রামনাথ এলাকার আনোয়ারের হাস্কিং মিল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিকে মোটরসাইকেল দুর্ঘটনায় জেরিন আক্তারের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে। নিহত জেরিন আক্তার পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের উত্তর রামপুর গ্রামের ইউপি সদস্য মো: সফিকুল ইসলামের মেয়ে এবং পীরগঞ্জ সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
গত বুধবার বিকেলে ছোট ভাই কামরুল ইসলামের সাথে রুহিয়া বাজারে কাপড় কিনতে গিয়েছিল জেরিন আক্তার। রাত আনুমানিক ৮ টার সময় রুহিয়া বাজার থেকে ছোট ভাই কামরুল ইসলামের মোটরসাইকেলযোগে বাড়ির দিকে যাচ্ছিল জেরিন। পথে রামনাথ-মন্ডলাদাম রাস্তায় আনোয়ার হাস্কিং মিল সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই একটি পাওয়ার ট্রিলার আসার সময় মোটরসাইকেল আরোহী কামরুল ইসলাম গাড়ির গতি কমায়, মোটরসাইকেলের গতি কমানোর সাথে সাথে পিছন দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে ঘটনাস্থলে বোন জেরিন আক্তার ও মোটরসাইকেল চালক ভাই কামরুল ইসলাম রাস্তায় পড়ে যায়।
আরও পড়ুনপরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেরিন আক্তারকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন