ভিডিও সোমবার, ০৭ জুলাই ২০২৫

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতা আটক

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতা আটক

নিউজ ডেস্ক:  মানিকগঞ্জে চাঁদাবাজির অভিযোগ, পুলিশের সঙ্গে অসদাচরণ এবং অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক দুই নেতাকে তাদের নিজ বাসা থেকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ মে) সকাল ৮টার দিকে তাদের নিজ বাসা থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ।

আটককৃতরা হলেন- সদর উপজেলার উত্তর সেওতা এলাকার মতিয়ার রহমানের ছেলে মেহেরাব হোসাইন (১৯) ও শিবালয় উপজেলার নবগ্রাম এলাকার রজ্জব আলীর ছেলে আশরাফুল ইসলাম রাজু (২১)। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্যসচিব ছিলেন।

 

আরও পড়ুন

বৈষম্যববরোধী আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ওমর ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। শুনেছি, তাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। তবে, তারা দুজনই কমিটি থেকে পদত্যাগ করেছেন।’’

ওসি এস এম আমান উল্লাহ বলেন, ‘‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।  তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, পুলিশের সঙ্গে অসদাচরণ ও মানিকগঞ্জ নিউজ নামের একটি ফেক ফেসবুক পেইজের সঙ্গে যোগসাজশের অভিযোগ রয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে হোক বা সম্পর্ক-কখনো একজন প্রকৃত সঙ্গী পাইনিঃবাঁধন

গত ১৬ বছর জিয়া পরিবার সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে

জরুরি অবস্থা আইন সংশোধনে একমত বিএনপি: সালাহউদ্দিন

ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেত্রী

মৌলিক সংষ্কার ও জুলাই সনদ ছাড়া কোন বিকল্প চিন্তা নয়----নাহিদ ইসলাম

একনলা বন্দুক ও শক মেশিনসহ সাবেক সেনা সদস্য গ্রেপ্তার