জরুরি অবস্থা আইন সংশোধনে একমত বিএনপি: সালাহউদ্দিন

জরুরি অবস্থা ঘোষণার আইন সংশোধনের পক্ষে বিএনপি একমত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, জরুরি আইন যেন কোনোভাবে রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয় সে বিষয়ে আমরা সবাই একমত হয়েছি।
সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের ১০ দিনের আলোচনা শেষে এসব কথা জানান তিনি।
জরুরি অবস্থা জারির আইন নিয়ে আগামী সংসদে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে বিএনপির পক্ষে থেকে মতামত দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমেদ।
জেলা আদালত বিকেন্দ্রীকরণের বিষয়ে আলোচনার কথা জানিয়ে তিনি বলেন, সে বিষয়ে একমত পোষণ করা হয়েছে, তবে কিছু বিষয় সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। জেলা সদরে উপজেলা আদালত প্রয়োজন নেই, জেলা আদালতে একটি সদর আদালত স্থাপন করা যেতে পারে। ব্রিটিশ আমলের চৌকি হিসেবে চিহ্নিত ছিল দ্বীপ অঞ্চল এবং কিছু কিছু উপজেলায় আদালত আছে। তার সংখ্যা ৬৭টি। সেগুলো প্রতিষ্ঠিত থাকবে। জেলা সদরে কাছের উপজেলাগুলো ১৫-২০ কিলোমিটারে মধ্যে থাকলে সে উপজেলায় আদালত স্থাপনের প্রয়োজন নেই। তবে সদর থেকে দূরে ১০০ কিলোমিটার এবং জনসংখ্যা বেশি হলে সে উপজেলায় আদালত করা যায়।
আরও পড়ুনআপনারা (বিএনপি) তো ১৯৯১ সালে উপজেলা আদালত বাতিল করেছেন, এখন আবার চাইছেন কেন, আগে বাতিল করেছেন কেন- এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসে এবং তখনকার জাতীয় সেন্টিমেন্টে কিছু ব্যতিক্রম ছাড়া উপজেলা আদালতগুলো তুলে দেওয়ার ক্ষেত্রে একমত হয়। সে বিষয়ে জাতীয়ভাবে কোনো আপত্তি আসেনি। জনসংখ্যা, দ্বীপ অঞ্চল ভেদে সেই এলাকাগুলোতে এখনো অধস্তন আদালত আছে, যেটির সংখ্যা ৬৭। এখন একটা প্রেক্ষাপট এবং বিবর্তনের মধ্যে যাচ্ছি, বর্তমান প্রজন্মের প্রয়োজনে ও জনগণের স্বার্থে সেই বিবেচনা তো পাল্টাতেই হয়।
মন্তব্য করুন