ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি ভারত-পাকিস্তানের

ভারত-পাকিস্তান দুই দেশই নিয়ন্ত্রণ রেখা বা এলওসি । ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তান দুই দেশই নিয়ন্ত্রণ রেখা বা এলওসি থেকে শান্তিপূর্ণ অবস্থানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ৩০ মে’র মধ্যে সেনা প্রত্যাহারে মাধ্যমে যুদ্ধকালীন অবস্থা থেকে আগের অবস্থানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত হয়। মঙ্গলবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

এই পদক্ষেপের সঙ্গে জড়িত জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতে, ৩০ মে-র মধ্যে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এবং আন্তর্জাতিক সীমান্তে তাদের সশস্ত্র বাহিনীকে শান্তিকালীন অবস্থানে ফিরিয়ে আনার জন্য পাকিস্তান ও ভারত একটি পারস্পরিক সমঝোতায় পৌঁছেছে। সূত্র জানায়, উভয় দেশের সামরিক নেতৃত্ব বিশেষ করে ডিরেক্টর জেনারেলস অব মিলিটারি অপারেশনস পর্যায়ক্রমিক সেনা প্রত্যাহার নিয়ে সক্রিয়ভাবে সমন্বয় করছেন। সাম্প্রতিক সংঘাতের পর এই পদক্ষেপকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। কর্মকর্তারা এটিকে আস্থা গড়ে তোলার ধারাবাহিক উদ্যোগ হিসেবে বর্ণনা করেছেন, যা এই এলাকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি করছে।

আরও পড়ুন

চলতি মাসের শুরুতে দেশ দুটির মধ্যে চরম সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর এই পদক্ষেপকে অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে সেনা প্রত্যাহার হচ্ছে। তিনি আরও জানান, এই সিদ্ধান্তে পৌঁছাতে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে এক ঘন্টার বৃষ্টিতে নগরীর অলিগলির সড়কে জলাবদ্ধতা 

পাবনার ভাঙ্গুড়ায় ১২ দিনেও পরিচয় মেলেনি লরির চাপায় নিহত দুই নারীর, চালক-হেলপার গ্রেফতার

বগুড়ার ধুনট পৌর নির্বাহী কর্মকর্তার জমির ধান গাছ কেটে জমি দখলের চেষ্টা

লালমনিরহাটের কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা

পাবনার সুজানগরের পদ্মা নদীতে বিষ দিয়ে মাছ শিকার

রংপুরে হামলার আশঙ্কায় জাতীয় পার্টির কার্যালয়ে নেতাকর্মীদের অবস্থান