ভিডিও বুধবার, ২১ মে ২০২৫

লিগ চ্যাম্পিয়ন হয়েও হারের রেকর্ড লিভারপুলের

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করেছে লিভারপুল।ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : চার ম্যাচ হাতে রেখে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করেছে লিভারপুল। তারপর থেকেই জয়শূন্য স্লটের শিষ্যরা। দুইবার এগিয়ে গিয়েও ব্রাইটনের মাঠ থেকে ৩-২ হার নিয়ে ফিরেছে চ্যাম্পিয়নরা। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার পর একই আসরে টানা তিন ম্যাচ জয়শূন্য থাকলো লিভারপুল।

ব্রাইটনের বদলি খেলোয়াড় জ্যাক হিন্সেলউড ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছেন। দুইবার পিছিয়ে পড়া ম্যাচ জিতে আগামী মৌসুমে ইউরোপে খেলার ক্ষীণ আশা জিইয়ে রেখেছে দলটি। ইউরোপে খেলার জন্য অষ্টম স্থান ধরে রাখতে হবে ব্রাইটনকে। সেইসঙ্গে কামনা করতে হবে চেলসি যেন কনফারেন্স লিগ জয় করে। ম্যাচের ৯ম মিনিটেই লিভারপুল এগিয়ে যায় হার্ভি এলিয়টের কাছ থেকে পাওয়া চমৎকার এক গোলের মাধ্যমে। তবে ৩২ মিনিটে ইয়াসিন আয়ারির গোল ব্রাইটনকে সমতায় ফেরায়। প্রথমার্ধের যোগ করা সময়ে ডমিনিক সোবোসলাইয়ের এক ক্রস-শট গোলকিপার বার্ট ভেরব্রুগেনকে পরাস্ত করে আবারও লিভারপুলকে এগিয়ে দেয়।

আরও পড়ুন

দ্বিতীয়ার্ধে ব্রাইটনের কোচ ফাবিয়ান হুয়েরজেলার কিছু কৌশলগত পরিবর্তন বড় ভূমিকা রাখে। ৬৪ মিনিটে বদলি হিসেবে নামা জাপানি উইঙ্গার কাওরু মিতোমা চার মিনিট পর ড্যানি ওয়েলবেকের শট থেকে রিবাউন্ডে দুর্দান্ত গোল করে আবারও ম্যাচে সমতা ফেরান। ওয়েলবেক যদিও একাধিক সুযোগ নষ্ট করেন, তবে চ্যাম্পিয়ন হওয়া লিভারপুলের ম্যাড়ম্যাড়ে পারফরম্যান্সের সুযোগ নিয়ে ব্রাইটন একের পর এক আক্রমণ চালিয়ে যায়। ৮৪ মিনিটে মাঠে নামা ২০ বছর বয়সী হিন্সেলউড ৮৫ মিনিটেই ম্যাট ও’রাইলির পাস থেকে জয়সূচক গোলটি করেন। শুরুতে অফসাইড ধরা পড়লেও দীর্ঘ সময় ভিএআর দেখে গোলটি বৈধ ঘোষণা করেন রেফারি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পাবনার আটঘরিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় পৃথক দুই মামলা, গ্রেফতার নেই

ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

 আম পাড়তে গিয়ে ডাল ভেঙে পড়ে গৃহবধূর মৃত্যু

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ী নিহত