ভিডিও মঙ্গলবার, ২০ মে ২০২৫

রোমার কোচ হচ্ছেন ক্লপ!

লিভারপুলের সাবেক কোচ জার্গেন ক্লপ। ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান ক্লাব এএস রোমার নতুন কোচ যোগ দিতে যাচ্ছেন লিভারপুলের সাবেক কোচ জার্গেন ক্লপের নাম। ইতালির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম লা স্তাম্পার প্রতিবেদনে জানানো হয়েছে, ক্লদিও রানিয়েরির বিদায়ের পর রোমার ডাগআউটের দায়িত্ব নিতে যাচ্ছেন এই জার্মান কোচ।

যদিও এখন পর্যন্ত ক্লাবটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ইতালির বিভিন্ন সূত্র বলছে, আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। এমনকি ক্লপ নাকি ইতোমধ্যেই সবুজ সংকেতও দিয়ে দিয়েছেন রোমার দায়িত্ব নিতে। মাত্র কয়েক মাস আগেই লিভারপুলকে আবেগঘন বিদায় জানিয়ে ক্লপ বলেছিলেন, তিনি দীর্ঘ সময় কোচিং থেকে বিরতিতে থাকতে চান। বিদায়ের সময় লিভারপুল সমর্থকদের উদ্দেশে বলেছিলেন, ‘আমি ক্লান্ত, এবার আমি নিজেকে সময় দিতে চাই।’ কিন্তু সেই ক্লপই এবার হয়তো দ্রুতই আবার কোচিংয়ে ফিরছেন। বিদায়ের ছয় মাস না যেতেই তিনি চুক্তি করেছিলেন রেড বুল ফুটবল গ্রুপের সঙ্গে, যেখানে তার দায়িত্ব ছিল সংস্থাটির বিভিন্ন ক্লাব প্রজেক্ট তদারকি করা। সেই দায়িত্বে বেশিদিন থাকা হয়নি। নতুন গুঞ্জন বলছে, এবার সিরি আ’র ক্লাব রোমার হাল ধরছেন তিনি।

আরও পড়ুন

এর আগে ক্লপ জার্মান ক্লাব মেইনজ ও বরুশিয়া ডর্টমুন্ডে সাফল্যের সাথে কাজ করেছেন। পরে লিভারপুলে এসে ইতিহাস তৈরি করেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপসহ জিতেছেন একের পর এক ট্রফি। তবে এখনো ক্লাব কিংবা কোচের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, সবকিছু ঠিক থাকলে কয়েক দিনের মধ্যেই ঘোষণা দিতে পারে রোমা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ অনুপ্রবেশঃ ঝিনাইদহের সীমান্তে ১৪ বাংলাদেশি আটক

শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

মায়ের উদ্বেগ কি গর্ভের শিশুর মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত করে

দিনাজপুরে ১ হাজার পিস ইয়াবাসহ আটক ১

নরসিংদীতে অস্ত্রসহ যুবক আটক

সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য সেঁজুতি গ্রেপ্তার