ভিডিও মঙ্গলবার, ২০ মে ২০২৫

আজও নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন ইশরাকের সমর্থকরা 

আজও নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন ইশরাকের সমর্থকরা, ছবি: সংগৃহীত।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণার দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা।  মঙ্গলবার (২০ মে) ষষ্ঠ দিনের কর্মসূচি হিসেবে নগর ভবনের সামনে ফের ইশরাকের সমর্থনদের অবস্থান ও বিক্ষোভ চলছে। সকাল ১০ টায় শুরু হওয়া এ অবস্থান কর্মসূচি বিকাল ৫ টা পর্যন্ত চলবে।  

‘ঢাকাবাসীর’ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন ইশরাক হোসেনের কর্মী সমর্থক ও দক্ষিণ সিটির কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সাবেক কাউন্সিলর, বিএনপি, যুবদল,মহিলা দল, ছাত্রদল, শ্রমিক দল ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। আন্দোলন শুরু দিন থেকেই নগর ভবনে মূল ফটকে তালা দেওয়াসহ প্রতিটি রুম ও লিফট বন্ধ করে দেওয়া হয়। বন্ধ রাখা হয়েছে ডিএসসিসির সকল সেবা প্রতিষ্ঠান। ফলে দূরদূরান্ত থেকে সেবাপ্রত্যাশীরা এসে ফিরে যাচ্ছেন। শতশত বিক্ষোভকারী নগর ভবনের সামনের মূল সড়কে বসে স্লোগানে স্লোগানে বিক্ষোভ করছেন। বিক্ষোভকারীরা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগসহ নানান স্লোগান দিতে থাকেন। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন কঠিন থেকে কঠিনতর হবে বলে জানান উপস্থিত বিক্ষোভকারীরা। 

আন্দোলন সম্পর্কে জানতে চাইলে রাজধানীর ৫২নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আবুল হাসেম আনিস সাংবাদিককে বলেন, ইশরাক ভাই হলো আমাদের জনতার মেয়র। তাকে মেয়র ঘোষণা না দেয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। শুরুর দিন থেকেই আমাদের ওয়ার্ডের সভাপতি রবিউল ইসলাম দিপু ভাইয়ের নেতৃত্বে প্রায় শ’খানেক নেতা-কর্মী নিয়ে নগর ভবনের আন্দোলনে যুক্ত আছি, দবি পূরন না হওয়া পর্যন্ত মাঠে থাকবো।

আরও পড়ুন

আজ (২০ মে) সকাল ৯টা থেকে প্লেকার্ড, ব্যনার নিয়ে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে বিক্ষোভ শুরু করেন ইশরাক হোসেনের হাজারো সমর্থক। এ সময় তারা ইশরাককে মেয়র করো, ইশরাক তোমার ভয় নাই নগরবাসী তোমার সাথে, শপথ নিয়ে টালবাহানা চলবে না চলবে না, ঢাকাবাসীর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

বিক্ষোকারীদের অবস্থনের ফলে গুলিস্তান, ফুলবাড়িয়া ও বঙ্গমার্কেটের সামনে শতশত অফিসগামী গাড়ী আটকা পড়ছে। ভোগান্তিতে,সিএনজি, রিকশা চালক ও পথচারীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলায় বেলুন আটকে ৭ মাসের শিশুর মৃত্যু

‘গোরখোদক’ মনু মিয়াকে হাসপাতালে দেখতে গেলেন অভিনেতা খায়রুল বাসার

মানিকগঞ্জে তুচ্ছ ঘটনায় যুবককে কুপিয়ে হত্যা

ডিএনসিসি প্রশাসক এজাজের অপসারণ ও গ্রেপ্তার দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

বিচারও হতে হবে, সংস্কারও হতে হবে, নির্বাচনও হতে হবে : নজরুল ইসলাম খান 

বকেয়া বেতন পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের কাকরাইলে অবস্থান