পাবনার বেড়ার কাজিরহাট উচ্চ বিদ্যালয়ের ৪১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ

বেড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলার কাজিরহাট উচ্চ বিদ্যালয়ে হঠাৎ করে ৪১ জন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। জানা যায় আজ সোমবার (১৯ মে) সকালে সমাবেশ থেকে এক ছেলে শিক্ষার্থী হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে, তারপর অন্য শিক্ষার্থীরা তাদের দ্বিতীয় তলার শ্রেণিকক্ষের প্রবেশের পর পরই দু’টি কক্ষের অন্তত ৪১ জন অসুস্থ হয়ে পরে।
তাদের মধ্যে ২৫ জন শিক্ষার্থী অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা কিছু সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরে যান। অসুস্থ শিক্ষার্থীদের একজন ছাড়া সবাই ছাত্রী ছিল। বিষয়টি জানতে পেরে কাজিরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
আজ সোমবার (১৯ মে) সমাবেশস্থলে হঠাৎ করে ১জন ছাত্র জ্ঞান হারিয়ে ফেলে। তারপর সমাবেশ শেষ সকাল ১০টায় বিদ্যালয়ের দ্বিতীয় তলার যষ্ঠ ও সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের কক্ষে প্রবেশ করলে হঠাৎ করে দুই শ্রেণিকক্ষের প্রায় ২৫ জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
খবর পেয়ে অভিভাবকরা স্কুল ছুটে আসে এবং অসুস্থ সন্তানদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হয়। বর্তমানে ৩ জন শিক্ষার্থী অবস্থায় বেড়া উপজেলা কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এর আগে গত রোববার বিকেল ৩টার দিকে প্রায় ৫ জন শিক্ষার্থী অচেতন হয়ে পড়ায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করতে থাকে।
আরও পড়ুনকাজিরহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফরহাদ হোসেন বলেন, আজ সোমবার (১৯ মে) স্কুলের সমাবেশ থেকে একজন ছাত্র অজ্ঞান হয়ে পড়ে। তারপর সমাবেশ শেষে বিদ্যালয়ের দ্বিতীয় তলার ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা কক্ষে প্রবেশের পর পর ৪১ জন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। তার মধ্যে গুরুতর ২৫ জনকে হাসপাতালে ভর্তির পর তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানা যায়।
বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা সুলতানা বলেন, ‘আমাদের হাসপাতাল থেকে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ও তিনজনকে ভর্তি করা হয়। ভর্তি হওয়া তিন শিক্ষার্থী এখন অনেকটাই সুস্থ। প্রাথমিকভাবে আমরা এটিকে ম্যাস হিস্টেরিয়া বা গণমনস্তাত্ত্বিক অসুস্থতা বলে ধারণা করছি। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
মন্তব্য করুন