কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু
_original_1747665658.jpg)
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বৈদ্যুতিক মিটারের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ দুলাল মিয়া (৪৫) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মোহাম্মদ দুলাল মিয়া সাহেবাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি তালতলা বাজারে একটি কনফেকশনারি দোকানের মালিক। তিনি নগরপাড় গ্রামের আলী হাজী বাড়ির মোহাম্মদ রেনু মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে দুলাল মিয়া তাঁর বাড়ির ছাদ থেকে বৈদ্যুতিক মিটারের তার সরানোর চেষ্টা করেন। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মালেকুল আফতাব ভূঁইয়া বলেন, বেলা ১১টার দিকে দুলাল মিয়াকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) অমর্ত্য মজুমদার বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ও আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় দুলাল মিয়ার বড় ছেলে মানিক মিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।
বিকালে জানাজা শেষে মরহুম দুলাল মিয়াকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মন্তব্য করুন