ভিডিও সোমবার, ১৯ মে ২০২৫

মাগুরায় চারে সন্দেহে ঝগড়ার জেরে প্রতিবেশীর ছুরিকাঘাতে নিহত ১

মাগুরায় চারে সন্দেহে ঝগড়ার জেরে প্রতিবেশীর ছুরিকাঘাতে নিহত ১

নিউজ ডেস্ক:  মাগুরা সদর উপজেলার আলোকদিয়া গ্রামে রাজীব শেখ নামে একজন প্রতিবেশীর ছুরিকাঘাতে হাসান শেখ (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন আরও ৩ জন। এরা হলেন শিপন শেখ (২৭), মিজান শেখ (৪০) ও পাঞ্জু শেখ (৪০)।

রবিবার (১৮ মে) দিবাগত রাতে ছুরি নিয়ে এই হামলা চালায়।

নিহতের স্বজনরা জানায়, রাজীব শেখ ৪ জনকে কুপিয়েছে। এদেরকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে হাসান শেখের মৃত্যু হয়। পরে গুরুতর আহত তিনজনকে মাগুরা হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থা আরো অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

নিহত হাসান শেখের চাচাতো ভাই শাকিল হাসান বলেন, “গেল রাতে আমার চাচাতো ভাই রিপন শেখ আমাদের বাড়ির পাশে প্রতিবেশির বাড়িতে যায়। সেখানে তাকে চোর সন্দেহে গাছের সাথে শিকল দিয়ে বেঁধে রেখে মারপিট করে রাজীব শেখ। এর একপর্যায়ে রাজীব শেখ এর বাবা আল-আমিন শেখের কাছে হাত পা ধরে মাপ চেয়ে রিপনকে নিয়ে বাড়িতে চলে আসার পথে রাজীব শেখ এদেরকে কুপিয়ে জখম করে। এতে হাসান শেখের মৃত্যু হয় ও তিনজন গুরুতর আহত হয়।”

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১২ টার দিকে ওই গ্রামের মানসিক ভারসাম্যহীন রিপন প্রতিবেশী রাজিবের বাড়িতে গেলে চোর ভেবে বেঁধে মারধর করে। রিপনের পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গেলে রাজিবের পরিবারের সাথে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে রাজিব ছুরি নিয়ে হামলা করে। সেখান থেকে গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে রাত দেড়টার দিকে মারা যায় হাসান শেখ। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে রাজিব ও তার পরিবারের সদস্যরা।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বলেন, “এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম ভিত্তি হলো মুক্তিযুদ্ধ : নাহিদ ইসলাম

ভিয়ারিয়ালে ম্লান বার্সা’র শিরোপা উৎসব

গাজায় সীমিত পরিসরে খাবার সরবরাহের অনুমতি নেতানিয়াহুর

এশিয়া কাপ থেকে সরে দাঁড়াচ্ছে ভারত 

ইসরায়েল একটি বিপজ্জনক ক্যান্সারের টিউমার, উচ্ছেদ করা প্রয়োজন : খামেনি

নাটোরে সাপের কামড়ে শিশুর মৃত্যু