জয়পুরহাটের কালাইয়ে ২’শ ফিট রাস্তার মাটি ভরাট, কুড়ি বছরের প্রতীক্ষার অবসান ঘটালো গ্রামবাসী

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : কালাইয়ের দুধাইল গ্রামবাসী টুপরি, বোল, কোঁদাল নিয়ে ২শ’ ফুট রাস্তা ভরাটের কাজ শুরু করেছেন। এতে করে দীর্ঘ কুড়ি বছরের প্রতীক্ষার অবসান ঘটালেন তারা। স্থানীয় ইউনিয়ন পরিষদের দায়িত্বের অবহেলার কারণে আজ রোববার (১৮ মে) সকাল থেকে গ্রামবাসী জোটবদ্ধ হয়ে গ্রামের ভিতরে তাদের চলাচলের একমাত্র কাঁচা রাস্তাটি নিজেরাই মাটি কেটে ভরাটের কাজ শুরু করেছেন। সরকারি সাহায্য ছাড়াই স্থানীয়রা এই রাস্তা নির্মাণের কাজ শুরু করেছেন।
জানা যায়, দুধাইল গ্রামে বসবাসকারীরা দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তা নিয়ে সীমাহীন কষ্টের মধ্য দিয়ে চলাচল করে আসছেন। বর্ষা মৌসুমে রাস্তাটি কাঁদায় একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তার উপর পাশে পুকুর থাকায় রাস্তাটি ভেঙ্গে গেছে। স্থানীয় উদয়পুর ইউনিয়ন পরিষদ থেকে কিছুদিন আগে ২ লাখ ১৩ হাজার টাকায় পুকুরের দুই পাড়ে প্যালাসাইডিং (গাইড ওয়াল) নির্মাণ করেছে। কিন্তু মাটি ভরাট করেননি। কুড়ি বছর থেকে রাস্তাটি ব্যবহারের অনুপযোগী ছিল। বর্ষা মৌসুমে কৃষকরা যাতে করে সহজে মাঠে যাতায়াত করতে পারে সে জন্য গ্রামের সবাই মিলে মাটি ভরাটের এই উদ্যোগ নেন।
ওই গ্রামের বাসিন্দা ও উদয়পুর ইউনিয়ন পরিষদের সদস্য নূরনবী সরকার জানান, গ্রামবাসির কষ্ট লাঘবের জন্য জনপ্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অনেকবার বলেছি। সমস্যা সমাধানের জন্য বারবার আবেদনও করেছি। অবশেষে পুকুর পাড়ে গাইড ওয়ালের জন্য বরাদ্দ পেলেও রাস্তায় মাটি ভরাটের বরাদ্দ মিলেনি। দীর্ঘদিনের অবহেলা ও প্রশাসনিক উদাসীনতায় ক্ষুব্ধ হয়ে গ্রামবাসিরা এমন উদ্যোগ গ্রহন করেছে। আগামী ২/৩ দিনের মধ্যে এ কাজ শেষ হবে।
আরও পড়ুনপরবর্তীতে রাস্তাটি পাকাকরণ করতে এবং ভবিষ্যতে এর রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে গ্রামবাসী। উদয়পুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, এই উদ্যোগ নিঃসন্দেহে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। এই কাজ করে তারা প্রমাণ করেছেন, জনসমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টা যেকোনো বড় সমস্যার সমাধান করতে পারে।
মন্তব্য করুন