ভিডিও রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচন: শপথ নিলেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা

ডাকসু নির্বাচন: শপথ নিলেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা,ছবি: দৈনিক করতোয়া ।

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। 

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় এই শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়। শপথ পাঠ অনুষ্ঠানে ডাকসু নির্বাচনে অংশ নেওয়া আবিদ-হামিম-মায়েদ পরিষদের প্রার্থীরা ছাড়াও বিভিন্ন হল সংসদের ছাত্রদল সমর্থিত প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার দুপুর ১২টায় বটতলায় শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত সব প্রার্থীরা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন।

আরও পড়ুন

শপথ পাঠ শেষে উপস্থিত নেতাকর্মীরা নির্বাচনে সফলতার প্রত্যাশা ব্যক্ত করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপনে দক্ষিণ কোরিয়া সফরের প্রস্তুতি ট্রাম্পের!

বেনাপোল স্থলবন্দরে আমদানি করা কাঁচামরিচের ট্রাকে মিললো পিস্তল-গুলি

গাজা থেকে ইসরায়েলে একাধিক রকেট হামলা

মিরসরাইয়ে কৃষক দলের কমিটিতে আওয়ামী লীগ কর্মী

আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া : জাকের আলী 

ভোট হবে বলেই আমরা রোডম্যাপ ঘোষণা করেছি : ইসি আনোয়ারুল