ভিডিও সোমবার, ১৯ মে ২০২৫

কুষ্টিয়া সীমান্তে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কুষ্টিয়া সীমান্তে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক:  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের চকরাজাপুর ঘাট এলাকার  সীমান্ত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে বিজিবি।

শনিবার (১৭ মে) রাতে বিজিবি-৪৭ ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এর আগে, শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম নাহারুল মৃধা (৫৮)। তিনি উপজেলার ফিলিপনগর গ্রামের মৃত জানবান মৃধার ছেলে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২২ সালে দায়ের হওয়া একটি হত্যা মামলায় নাহারুলকে ৩০ বছরের সাজা দেওয়া হয়। কিন্তু, রায় ঘোষণার আগেই ভারতে পালিয়ে যান তিনি। প্রায় চার মাস আগে গোপনে দেশে আসেন। শুক্রবার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বিজিবি। এসময় তার কাছ থেকে দেশে তৈরি একটি পাইপগান, একটি মোটরসাইকেল ও মোবাইলফোন জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৩১ হাজার টাকা।

বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান বলেন, ‘‘গ্রেপ্তার আসামিকে উদ্ধার হওয়া অস্ত্র, মোটরসাইকেল ও মোবাইলসহ দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদর দিবসে জবি ছাত্রশিবিরের কুইজ আয়োজন

শিক্ষক-শিক্ষার্থীদের উপর পুলিশী হামলায় জবি  হিউম্যান রাইটস সোসাইটির প্রতিবাদ

সিরাজগঞ্জের শাহজাদপুরে হুরাসাগরের বুকে নানা জাতের ফসলের চাষাবাদ

বগুড়ার সোনাতলায় এক গৃহবধুর আত্মহত্যা

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে বাদামসহ রবিশস্য

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এস্কেভেটর পোড়ানোর অভিযোগ, অস্বীকার ইউএনও’র