ভিডিও রবিবার, ১৮ মে ২০২৫

জমির বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, গ্রেপ্তার ১

জমির বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক:  নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

রবিবার (১৮ মে) বিকেলে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম আজমল হুদা।

এর আগে, গত রাতে উপজেলার তমরুদ্দি ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত ওসমান (৫০) জোড়খালি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। অভিযুক্ত বড় ভাই হলেন জবিয়ল হক।

নিহতের স্ত্রী পারুল বেগম জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে ওসমানের সঙ্গে তার বড় ভাই জবিয়ল হকের বিরোধ চলে আসছিল। শনিবার দিবাগত রাতে ওসমান প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায়। এর কিছু সময় পর তার চিৎকার শুনে বাইরে গিয়ে দেখেন, ওসমান রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার শিফন চন্দ্র দাস বলেন, ‘‘ওসমানের পুরুষাঙ্গ এবং পেটে আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’’

ওসি বলেন, ‘‘খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে জবিয়ল হকের স্ত্রী ছকিনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের কালাইয়ে ২’শ ফিট রাস্তার মাটি ভরাট, কুড়ি বছরের প্রতীক্ষার অবসান ঘটালো গ্রামবাসী

বগুড়ার শাজাহানপুর আ‘ লীগের যুগ্ম-সাধারণ সমম্পাদক ইমরান গ্রেফতার

বগুড়ার ধুনটে বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে গার্মেন্টস কর্মীর অনশন

বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে সংঘর্ষে ৫ জন আহত

বগুড়া পৌরসভার প্রকৌশল বিভাগের ভুলের কারণে শহরের সাতমাথা জলবন্দি

নিখোঁজের স্থান থেকে ৫০০ গজ উত্তরে উদ্ধার হলো কিশোরের মরদেহ