ফরিদপুরে বজ্রপাতের আগুনে তুলার গোডাউন পুড়ে ছাই
_original_1747564993.jpg)
ফরিদপুরের সদর উপজেলায় বজ্রপাতের আগুনে একটি তুলার গোডাউন পুড়ে গেছে। শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কানাইপুর বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে ঝড়বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় কানাইপুর বাজারের একটি তুলার গোডাউনের পাশের খেজুর গাছে উপর বজ্রপাত হয়। এতে গাছেটিতে আগুন ধরে যায়। পরে ওই গাছের অংশ বিশেষ গোডাউনের উপর পড়লে আগুন ধরে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই গোডাউনে থাকা তুলার বেশিরভাগ অংশ পুড়ে যায়।
আরও পড়ুনফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। বজ্রপাতে আগুনের সূত্রপাত হয় বলে জানতে পেরেছি।
মন্তব্য করুন