ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি

বগুড়ায় ১৩টি ওষুধের দোকানকে জরিমানা ও মামলা

বগুড়ায় ১৩টি ওষুধের দোকানকে জরিমানা ও মামলা

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের খান মার্কেটে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ১৩টি ওষুধের দোকানের বিরুদ্ধে মামলা দায়ের এবং ৮২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (১৭ মে) বিকেলে ওই মার্কেটের দ্বিতীয় ও তৃতীয় তলায় অভিযান চালিয়ে এসব ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম। তার সঙ্গে ওষুধ প্রশাসনের কর্মকর্তা, সেনা সদস্য ও পুলিশ সদস্যরাও অভিযানে অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অধিকাংশ দোকানে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া বেশ কিছু দোকানের লাইসেন্স নবায়ন না থাকায়, বা নবায়নের জন্য এখনও আবেদন প্রক্রিয়াধীন থাকায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। তিনি আরও জানান, মোট ১৩টি দোকানের বিরুদ্ধে মামলা দায়ের করে ৮২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন

উল্লেখ্য ফিজিশিয়ান স্যাম্পল মূলত চিকিৎসকদের বিনামূল্যে প্রদানের জন্য ওষুধ কোম্পানিগুলো সরবরাহ করে থাকে। কিন্তু এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এই স্যাম্পল বাজারে বিক্রি করে বে আইনিভাবে লাভবান হচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং স্বাস্থ্যখাতে অনিয়ম রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থেকে বাদ পড়ছেন রাজনৈতিক ব্যক্তিরা

সিরাজগঞ্জের তাড়াশে বাজারগুলোতে মাছের সরবরাহ বেড়েছে

রাজশাহীতে ৪৬২ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

বগুড়ার শেরপুরে ইমামকে হত্যাচেষ্টা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

বগুড়ায় এবার ৬৮১ মন্ডপে দুর্গাপূজার আয়োজন, থাকছে নিচ্ছিদ্র নিরাপত্তা

জয়পুরহাটের পাঁচবিবিতে টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে ল্যাব অপারেটরকে মারপিট, আটক-১