ভিডিও শনিবার, ১৭ মে ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে নদীতে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নদীতে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার। প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাগলা নদীতে ভাসমান অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৫০) গলায় প্লাষ্টিকের বস্তা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তি সনাতন বা হিন্দু ধর্মাবলম্বী বলে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল শুক্রবার সকাল ৬ টায় স্থানীয়দের দেয়া খবরে শিবগঞ্জ থানা পুলিশ শিবগঞ্জ পৌর ৫ নং ওয়ার্ডের তক্তিপূর মহাশ্মশান এলাকায় ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে রাজশাহী থেকে আসা পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয়া হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত মরদেহ শনাক্ত হয় নি। ২/৩ দিন পূর্বের মরদেহটি নদীর স্থির পানিতে পাওয়া গেছে। এটি দূর থেকে ভেসে আসেনি। মরদেহের গলায় তুলসী মালা ছিল।

আরও পড়ুন

মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। রাজশাহীর গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ি ঘটনাটি তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের কালাইয়ে বৃষ্টিতে সড়কে হাটু পানি ভোগান্তিতে শিক্ষার্থীসহ পথচারী

"কবে সংস্কার সম্পন্ন করবেন আর ইসি কবে তফসিল দেবে জাতি জানতে চায়"

বগুড়ার শেরপুরে ২৪৮ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি গ্রেফতার

বগুড়া থেকে ডাকাতি হওয়া পাম তেল ও ট্রাক উদ্ধার, ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

বগুড়ার কাহালুতে গভীর রাতে কৃষকের ৩টি গরু চুরি

বরিশালের সাবেক এমপি জেবুন্নেছা গ্রেফতার