ভিডিও বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

আমি নিশ্চিত ছিলাম, এরা আমাকে ধর্ষণ করবে : কার্দাশিয়ান

মার্কিন তারকা কিম কার্দাশিয়ান, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : গভীররাতে একদল দুষ্কৃতকারী ঢুকে পড়ে কিম কার্দাশিয়ানের হোটেলের রুমে। ধর্ষণ ও মৃত্যুভ পেয়েছিলেন মার্কিন তারকা। ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা কিম কার্দাশিয়ান নিজেই জানিয়েছেন।

গত ২০১৬ সালের ঘটনা, প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানেই হোটেল রুমে হঠাৎ ঢুকে পড়েছিল একদল দুষ্কৃতকারী। ঢুকেই কিমের দিকে বন্দুক তাক করেছিল তারা। কার্দাশিয়ানের কাছ থেকে সেই রাতে ৬০ লাখ ডলারের গহনা ছিনিয়ে নিয়েছিল তারা। সম্প্রতি প্যারিসের আদালতে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন মার্কিন তারকা। দুষ্কৃতকারীরা যে শুধু চুরির উদ্দেশ্য নিয়ে হানা দিয়েছে, তা প্রথমে বুঝতে পারেননি কিম।

রাতে কিমের পরনে ছিল শুধুই একটি তোয়ালে। দুষ্কৃতকারীরা ঢুকেই তার মুখ বেঁধে দিয়েছিল। কিম বলেছেন, ‘আমি নিশ্চিত ছিলাম, এরা আমাকে ধর্ষণ করবে। মনে হয়েছিল,আজই আমার মৃত্যু হবে।’ মডেলের অভিযোগ মতে, একাধিক দুষ্কৃতকারী ছিল। তারা সবাই পুলিশের বেশে হোটেলে ঢুকেছিল। প্রথমেই কিমের ঘরে ঢুকে তার হাতে হাতকড়া পরিয়েছিল। একজন দুষ্কৃতকারী কিমকে টানতে টানতে বাথটাবেও নিয়ে যাওয়ার কথা বলেছিল। এমনই কানে এসেছিল অভিনেত্রীর। তখন কিমের মনে হয়েছিল, হয়তো কোনও সন্ত্রাসী হামলার কবলে পড়েছেন তিনি। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় বালুয়া ইউপি’র প্যানেল চেয়ারম্যানের অপসারনের দাবি 

চাঁপাইনবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে  খাবার প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের  দায়ে ২টি রেস্তোরাঁর অর্থদন্ড

যারা নির্বাচন বয়কটের চেষ্টা করবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে : মির্জা ফখরুল

নওগাঁর বদলগাছীতে তরকারি রান্নার স্বাদ না হওয়ায় জীবন দিতে হলো স্ত্রীকে

দেবীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে  অনলাইন জুয়া চক্রের দুই  সদস্য আটক

জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল : এনসিপি