ভিডিও বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

গুঁড়িয়ে দেওয়া হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের অবৈধ স্থাপনা

গুঁড়িয়ে দেওয়া হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের অবৈধ স্থাপনা, ছবি: সংগৃহীত।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে সব অবৈধ স্থাপনা। আজ বৃহস্পতিবার (১৫ মে) বেলা সাড়ে ১১টায় এ অভিযান শুরু হয়।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরের সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এছাড়া অভিযোগ রয়েছে এসব অবৈধ স্থাপনায় মাদক কেনাবেচা হয় এবং মাদক সেবন হয়। তাই আমরা রাজউক থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসি এবং তার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চলমান রয়েছে।

আরও পড়ুন

উল্লেখ্য, মঙ্গলবার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় আরেকটি মোটরসাইকেলে ধাক্কা লাগায় কথা কাটাকাটির জেরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর রাতেই হত্যাকাণ্ডের বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেন ঢাবি শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে গাছ থেকে গুটি আম নামানো শুরু

এবি ব্যাংক পিএলসি-এর নতুন চেয়ারম্যান নির্বাচিত

চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন

 বগুড়ার সারিয়াকান্দিতে তিনটি এস্কেভেটর পুড়িয়ে ধ্বংস, জরিমানা  

গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় কাজ করছে অন্তর্বর্তী সরকার: তথ্য উপদেষ্টা

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাচ্ছে বিপন্ন প্রজাতির বানর ও হনুমান