হিলি সীমান্তে ধান ক্ষেত ভারতীয় ড্রোন ক্যামেরা উদ্ধার

মফস্বল ডেস্ক: দিনাজপুরের হিলি সীমান্তের ধান ক্ষেত থেকে একটি ভারতীয় ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) রাত ৯টার দিকে সীমান্তের ঘাসুড়িয়ার আদিবাসী পাড়া থেকে ড্রোনটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।
দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন জানান, বুধবার হিলির ঘাসুড়িয়া সীমান্ত ঘেঁষে ধান ক্ষেতে ধান কাটার সময় প্রফুল্ল টপ্প নামের একজন আদিবাসী শ্রমিক ড্রোনটি ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে। এসময় তিনি ড্রোনটি নিজ বাড়িতে নিয়ে যায়।
আরও পড়ুনপরে খবর পেয়ে রাত ৯টার দিকে হাকিমপুর (হিলি) থানার এসআই সুজা মিয়া সঙ্গী ফোর্স নিয়ে সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের নিয়ে আদিবাসী ধান কাটা শ্রমিক প্রফুল্ল টপ্পর বাড়িতে যায় এবং ড্রোনটি উদ্ধার করে। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ড্রোনটি ভারতীয়।
মন্তব্য করুন