ভিডিও মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

সিরাজগঞ্জে কচু চাষে-খরচ কম, লাভ বেশি

সিরাজগঞ্জে কচু চাষে-খরচ কম, লাভ বেশি। ছবি : দৈনিক করতোয়া

সিরাজগঞ্জ প্রতিনিধি :  সিরাজগঞ্জে এবার কচু চাষে বাম্পার ফলন হয়েছে। বাজারে ভালো দাম পাওয়ায় খুশি কৃষকরা। অনেকেই কচু চাষে লাভবান হয়ে স্বাবলম্বী হচ্ছেন। জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে কচুু চাষের লক্ষ্যমাত্রা ছিল ৬২ হেক্টর, তবে কৃষকদের আগ্রহে এই চাষ আরো বিস্তৃত হয়েছে।

জেলার সিরাজগঞ্জ সদর, তাড়াশ, উল্লাপাড়া, রায়গঞ্জ উপজেলার নিচু জমি, বাড়ির আঙিনা, পুকুরপাড়, পতিত ও কাদামাটি জমিতে ব্যাপকভাবে লতিরাজ বারি-১ ও কালা কচুসহ দেশীয় জাতের কচু চাষ হয়েছে। চাষিরা যশোর, খুলনা, সাভার ও রংপুর থেকে উন্নত জাতের চারা এনে জানুয়ারি-ফেব্রুয়ারিতে রোপণ করেন। বিশেষ করে লতিরাজ বারি-১ ও কালা কচু চাষে সার, সেচ ও কীটনাশক ব্যবহার করায় ফলন ভালো হয়েছে।

ইতোমধ্যে এসব কচুর লতা ও মূল স্থানীয় হাটবাজারে উঠেছে এবং দাম ভালো থাকায় কৃষকেরা সন্তুষ্ট। সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের কৃষক জহুরুল ইসলাম বলেন, আমার ৫ বিঘা জমিতে লতিরাজ ও কালা কচু চাষ করেছি। খরচ বাদে প্রতি বিঘায় ৪০ থেকে ৪৫ হাজার টাকা লাভ হচ্ছে। প্রথমদিকে লতিরাজের লতা ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, বর্তমানে ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন

সিরাজগঞ্জ সদর উপজেলা বাঐতারা গ্রামের কচু চাষি আফজাল জানায়, এবারে প্রতি পিচ কচু (বড়) ২৫/৩০ টাকা বিক্রি করছি। আমাদের নিকট ব্যবসায়ীরা ক্রয় করে নিয়ে জেলার বিভিন্ন হাটবাজারে বিক্রি করে।

সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত জানান, কচু চাষিরা যশোর, খুলনা, সাভার ও রংপুর থেকে উন্নত জাতের চারা এনে চাষ করে থাকে। যার ফলে এবারে কচুর ফলন অত্যন্ত ভালো। এতে কৃষকেরা অনেকটাই লাভবান হচ্ছে। আমরা তাদের বিভিন্ন সময় পরামর্শ দিয়ে আসছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের আকাশসীমা ১২ ঘন্টা পর উন্মুক্ত

বগুড়ায় পিপিপি বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত: নতুন বিনিয়োগ সম্ভাবনার দুয়ার উন্মোচন

সাহসী ভঙ্গিমায় ওপার বাংলার অভিনেত্রী রুকমা রায়

যুদ্ধবিরতি শুরু হয়েছে, দয়া করে লঙ্ঘন করবেন না: ট্রাম্প

জাতীয় দলে সুযোগ না পেয়ে যা বললেন সোহান

ইরানি ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত, ইসরায়েলজুড়ে সাইরেন