ভিডিও মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

কিশোরগঞ্জে “সিলেকশনস”-এর নতুন ফ্ল্যাগশিপ শোরুমের শুভ উদ্বোধন

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ বশির গ্রুপের গৃহনির্মাণ সামগ্রী ব্র্যান্ডগুলোর এমপোরিয়াম খ্যাত "সিলেকশনস"-এর নতুন ফ্ল্যাগশিপ শোরুমের যাত্রা শুরু হলো কিশোরগঞ্জে।

'সিলেক্ট ফ্রম দ্য বেস্ট' এই আদর্শকে সামনে রেখে ২০২২ সালের অক্টোবরে "সিলেকশনস" ব্র্যান্ডটি যাত্রা শুরু করে। এক ছাদের নিচে গ্রাহকদের চাহিদা অনুযায়ী আকিজ বশির গ্রুপের নির্মানসামগ্রী পণ্যকে সমাহৃত করতে "সিলেকশনস" ব্র্যান্ডটির ইতোপূর্বে ছয়টি ফ্ল্যাগশিপ শোরুম এর উদ্বোধন হয় রাজধানী ঢাকার বনানীতে, বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র আগ্রাবাদ এক্সেস রোড, সিলেট মেন্দিবাগ ও সিলেটের পাটানটুলা, সাভারের শিমুলতলা ও টাঙ্গাইলের কেয়া হল রোডে। এবার "সিলেকশনস"-এর সপ্তম শোরুমের যাত্রা শুরু হলো কিশোরগঞ্জে। এই ফ্ল্যাগশিপ শোরুমটিতে থাকছে সিরামিক টাইলস, বোর্ড, ডোর, স্যানিটারিওয়্যার, বাথওয়্যার ও টেবিলওয়্যার- এর বিশাল সম্ভার।

গত ১৩ই মে ২০২৫, মঙ্গলবার কিশোরগঞ্জে শোরুমটির উদ্বোধন করেন আকিজ বশির গ্রুপের চীফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন সম্মানিত বিজনেস অ্যাসোসিয়েট মোঃ হামিদুর রহমান, আকিজ সিরামিকস-এর জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ আশরাফুল হক, আকিজ বশির গ্রুপের হেড অব মার্কেটিং মোহাম্মদ শাহরিয়ার জামান, রোসা'র হেড অব সেলস বিশ্বজিৎ পাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্য কর্মকর্তারা।

আরও পড়ুন

যাত্রা শুরুর পর থেকেই "সিলেকশনস" গ্রাহকদের মাঝে বিশেষ সুনাম অর্জন করেছে এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ সদরের ডুবাইল মোড়, গাইটাল বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত এই অত্যাধুনিক ফ্ল্যাগশিপ শোরুমটি নির্মাণসামগ্রীর এক অনন্য গন্তব্যে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ খোরশেদ আলম বলেন, "সিলেকশনস এর যাত্রা শুরু হয়েছিল গৃহনির্মাণ ও ইন্টেরিয়র সল্যুশনে ক্রেতাদের সবধরনের প্রয়োজন এক জায়গায় পূরণের প্রত্যয়ে। সেই লক্ষ্যেই আজ কিশোরগঞ্জে আমাদের নতুন ফ্ল্যাগশিপ শোরুমের উদ্বোধন। এখানে আকিজ বশির গ্রুপের প্রিমিয়াম মানের টাইলস, স্যানিটারিওয়্যার, ফসেট, বোর্ড, দরজা সহ নানাবিধ পণ্য এক ছাদের নিচে সহজেই পাওয়া যাবে-যা গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সহজ, কার্যকর ও মানসম্মত করে তুলবে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের আকাশসীমা ১২ ঘন্টা পর উন্মুক্ত

বগুড়ায় পিপিপি বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত: নতুন বিনিয়োগ সম্ভাবনার দুয়ার উন্মোচন

সাহসী ভঙ্গিমায় ওপার বাংলার অভিনেত্রী রুকমা রায়

যুদ্ধবিরতি শুরু হয়েছে, দয়া করে লঙ্ঘন করবেন না: ট্রাম্প

জাতীয় দলে সুযোগ না পেয়ে যা বললেন সোহান

ইরানি ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত, ইসরায়েলজুড়ে সাইরেন