ভিডিও বুধবার, ১৪ মে ২০২৫

সুনামগঞ্জে ইউপি চেয়ারম্যান বাড়ি থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

সুনামগঞ্জে ইউপি চেয়ারম্যান বাড়ি থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

নিউজ ডেস্ক:  সুনামগঞ্জ পৌর শহরের বাধনপাড়া সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম নিক্কুর বাড়ি থেকে থেকে চম্পা বেগম (১৭) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 বুধবার (১৪ মে) সকালে  মরদেহটি উদ্ধার করা হয়।

পরিবারের অভিযোগ, রেজাউল করিম নিক্কু ও তার ছেলে শুভর নির্যাতনে চম্পার মৃত্যু হয়েছে। নিহত চম্পা বেগম জেলার দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের নুরপুর গ্রামের বাদশা মিয়ার মেয়ে।

আরও পড়ুন

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে রেজাউল করিম নিক্কুর বাসায় কাজে যোগ দেন চম্পা। কিন্তু, দেড় বছরের মাথায় তিনি বাড়িতে ফিরে যান। এর কিছুদিন পর নিক্কু ফের চম্পাকে নিজের বাসায় নিয়ে আসেন।

চম্পার বাবা বাদশা মিয়া বলেন, ‘‘আমার মেয়ে প্রায় তিন বছর আগে ওই বাড়িতে কাজে যোগ দেয়। প্রথমে সে আমাদের কিছু বলেনি। কিছুদিন পরে জানায়, সেখানে তাকে নির্যাতন করা হচ্ছে। পরে আমরা তাকে বাড়ি নিয়ে আসি। কিন্তু, কয়েকদিন পর বাড়ির মালিক নিক্কুর অনুরোধে মেয়েকে আবার সেখানে পাঠাই। আজ শুনি আমার মেয়ে আর বেঁচে নেই। আমার মেয়েকে তারা নির্যাতন করে মেরে ফেলছে। আমি বিচার চাই।’’
অভিযোগের বিষয়ে জানতে রেজাউল করিম নিক্কুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
সুনামগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মনিবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরীর অব্যাহত ভাঙনে ‘জলুবরের’ অস্তিত্ব হুমকির মুখে

নীলফামারীতে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের ১৩ বছর কারাদন্ড

রংপুরে স্বর্ণের দোকানে চুরি

বগুড়ায় ৪ আগস্টের ঘটনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৫ নেতাকর্মী রিমান্ডে

জনবল সংকটে রংপুর বিভাগের অধিকাংশ সরকারি হাসপাতাল

বগুড়ায় জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচিতে হামলা