ভিডিও মঙ্গলবার, ১৩ মে ২০২৫

গণঅভূত্থ্যানে গুলিবিদ্ধ এনামের দায়িত্ব নিলেন তারেক রহমান

গণঅভূত্থ্যানে গুলিবিদ্ধ এনামের দায়িত্ব নিলেন তারেক রহমান, ছবি: সংগৃহীত।

জুলাই-আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের যুবক এনাম সিদ্দিকীর (৩০) চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ মঙ্গলবার (১৩ মে) দুপুরে বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে জেলা বিএনপি’র একটি প্রতিনিধি দল এনামের বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। এসময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এনামের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে তারেক রহমানের পক্ষ থেকে এনামের চিকিৎসার সব দায়িত্ব নেওয়া হবে।’ তিনি এনামের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন

২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনে অংশ নেওয়ার পর ঢাকার উত্তরা এলাকায় গুলিবিদ্ধ হন এনাম সিদ্দিকী। তার মাথায় গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। এনাম ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ওএসডির পরও দায়িত্বে থাকায় কুসিক প্রধান নির্বাহীকে তাৎক্ষণিক অবমুক্ত

লোড-আনলোডের শ্রমিক সরবারহের জেরে প্রতিপক্ষের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন 

মাদারীপুর সদর হাসপাতালে দরপত্রে অনিয়ম; দুদকের অভিযান

ফরিদপুরে ট্রাক-মাইক্রবাস সংঘর্ষে নারী নিহত, আহত ২

শ্রীপুরে জমি নিয়ে বিরোধে কৃষকের হাতের কব্জি বিচ্ছিন্ন, আহত ৪