ভিডিও মঙ্গলবার, ১৩ মে ২০২৫

চরমপন্থি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা

চরমপন্থি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: পাবনা সদর উপজেলায় মধ্যরাতে এক চরমপন্থি সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১২ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভাঁড়ারা ইউনিয়নের বিজয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম।

নিহত বাবুল শেখ (৪০) ইউনিয়নের বিজয়রামপুর গ্রামের হোসেন শেখের ছেলে। তিনি চরমপন্থি দলের সদস্য ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লিভার জনিত রোগের কারণে গত দুই বছর আগে বিদেশ থেকে দেশে চলে আসেন বাবুল শেখ। এরপর থেকে বাড়িতেই থাকেন। অসুস্থতাজনিত কারণে কাজও করতে পারেন না। সোমবার রাতে এলাকার বাজারে চা পান করে ফিরছিলেন তিনি। বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা পেছন থেকে গুলি করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। জানাজানি হলে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি চরমপন্থি দলের সদস্য ছিলেন। এছাড়া গত দুই থেকে আড়াই বছর আগে স্থানীয় একটি মার্ডারের সঙ্গেও জড়িত ছিলেন। এরপর এ ঘটনা থেকে আড়ালে থাকতে তিনি মালয়েশিয়া গিয়েছিলেন। এসব ঘটনার জেরেই এ হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তে পুরো বিষয় জানা যাবে। আপাতত মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ওএসডির পরও দায়িত্বে থাকায় কুসিক প্রধান নির্বাহীকে তাৎক্ষণিক অবমুক্ত

লোড-আনলোডের শ্রমিক সরবারহের জেরে প্রতিপক্ষের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন 

মাদারীপুর সদর হাসপাতালে দরপত্রে অনিয়ম; দুদকের অভিযান

ফরিদপুরে ট্রাক-মাইক্রবাস সংঘর্ষে নারী নিহত, আহত ২

শ্রীপুরে জমি নিয়ে বিরোধে কৃষকের হাতের কব্জি বিচ্ছিন্ন, আহত ৪