ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

‘গরবিনী মা ২০২৫’এ ভূষিত তিন তারকা’র মা

‘গরবিনী মা ২০২৫’এ ভূষিত তিন তারকা’র মা

অভি মঈনুদ্দীন ঃ আজ থেকে এক যুগ আগে ঢাকার মহাখালীস্থ ‘ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল’র ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তীর উদ্যোগে ‘গরবিনী মা’ পদকের যাত্রা শুরু হয়। এরপর থেকে প্রতি বছরই বিশ্ব মা দিবসের দিন বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত সফল সন্তানদের (ছেলে মেয়ে) মায়েদেরকে ‘গরবিনী মা’ সম্মাননা প্রদান করা হয়।

এ ক্ষেত্রে অন্যান্য ক্যাটাগরির পাশাপাশি শিল্পী ক্যাটাগরিতে তিনজন প্রতিষ্ঠিত সফল শিল্পীর মাকে ‘গরবিনী মা ’ সম্মাননা প্রদান করা হয়। সেই ধারাবাহিকতায় এবার গত ১১ মে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে নন্দিত অভিনেতা সজল, অভিনেত্রী সুমাইয়া শিমু ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী কণা’র মাকে ‘গরবিনী মা ২০২৫’এ ভূষিত করা হয়।

রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনসন সেন্টারের একটি হলে আয়োজিত ‘গরবিনী মা ২০২৫’ অনুষ্ঠানের প্রধান অতিথি নৌ পরিবহন মন্ত্রনালয়এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেনের হাত থেকে এই তিন তারকার মায়েরা সম্মাননা গ্রহন করেন।

আরও পড়ুন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বিসিআই-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্ত্তী। উপস্থাপনায় ছিলেন শান্তা জাহান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী। অনুষ্ঠানে আরো নয়জন গর্বিত সন্তানের মাকে পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে সকল মাকে ক্রেস্ট, মেডেল, প্রি মাস্টার হেলথ চেক আপ প্যাকেজ, উডেন কিচার ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে আব্দুন নূর সজলের মা কানিজ ফাতেমা, সুমাইয়া শিমুর মা লায়লা রহমান ও কণা’র মা লুৎফুন্নাহার লুৎফা’ এই সম্মাননা পেয়ে ভীষণ উচ্ছ্বসিত। সজল, শিমু ও কনা বলেন,‘ গরবিনী মা সম্মাননায় ভূষিত হয়ে আমাদের মায়েরা সত্যিই ভীষণ গর্বিত।

বিশ্ব মা দিবসে এমন চমৎকার আয়োজনের মধ্যদিয়ে মায়েদের হাতে এই সম্মাননা তুলে দেয়ার মুহুর্তটুকু আজীবন মনে থাকবে। আমাদের কর্মকে বিবেচনায় রেখে আমাদের মায়েদের হাতে এই সম্মাননা তুলে দিতে পেরে ভীষণ গর্ববোধ করছি। ধন্যবাদ ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী দাদাকে আমাদের মায়েদেরকে সম্মানীত করার জন্য।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় শতাধিক নলকূপ বিকল মেরামতের উদ্যোগ নেই

দিনাজপুরের বিরলে বন খেজুর গাছের সন্ধান

বগুড়ার ধুনট থানায় অভিযোগ দিতে এসে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

গাইবান্ধা গোবিন্দগঞ্জের কাইয়াগঞ্জ সেতু নির্মাণ হলে বদলে যাবে এলাকার যোগাযোগ ব্যবস্থা

জয়পুরহাটের ক্ষেতলালে চুরি-ডাকাতি ঠেকাতে রাত জেগে গ্রামবাসীর পাহারা

বগুড়ার শেরপুরে হত্যা প্রচেষ্টা মামলায় আ’লীগের চার নেতা গ্রেফতার