আফগানিস্তানে নিষিদ্ধ হলো দাবা খেলা

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে দাবা খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। জুয়ার মাধ্যম হিসেবে বিবেচিত হওয়ায় দাবা খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়, যেকোনো ধরনের জুয়া ইসলামিক আইনের পরিপন্থী হওয়ায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
আফগানিস্তানের ক্রীড়া অধিদপ্তরের মুখপাত্র আতাল মাশওয়ানি বলেছেন, শরিয়াহ আইনে দাবা খেলাকে জুয়ার মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়, যা গত বছর ঘোষিত পুণ্য প্রচার ও পাপ (অনৈতিকতা) প্রতিরোধ আইন অনুসারে নিষিদ্ধ।
আরও পড়ুনএ ব্যাপারে ধর্মীয় বিষয় বিবেচনা করা হয়েছে। এর সমাধান না হওয়া পর্যন্ত আফগানিস্তানে দাবা খেলা স্থগিত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন