ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

তীব্র তাপপ্রবাহ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা

তীব্র তাপপ্রবাহ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, ছবি: সংগৃহীত।

দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের প্রেক্ষাপটে জনসাধারণকে সতর্ক ও সুরক্ষিত রাখতে জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশনায় তীব্র গরমে দুপুরের সময় (বিশেষত দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত) অপ্রয়োজনে বাইরে যাওয়া থেকে বিরত থাকতে। বাধ্য হয়ে বাইরে যেতে হলে মাথায় ছাতা বা কাপড় দিয়ে রোদ থেকে নিজেকে রক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।

রোববার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক সমূহের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত নির্দেশনায় এসব তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহে বেশি করে বিশুদ্ধ পানি পান, হালকা ও ঢিলেঢালা জামা-কাপড় পরা, ঘন ঘন গোসল করা এবং বাসি ও খোলা খাবার এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ঘরের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য ছাদে পানি ঢালা এবং জানালা খোলা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী, রিকশাচালক, নির্মাণ শ্রমিক, দিনমজুর ও যাদের উচ্চ রক্তচাপ বা হৃদরোগ রয়েছে – তাদেরকে আরও বেশি সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।

অসুস্থতা বোধ করলে দেরি না করে নিকটস্থ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া যেকোনো পরামর্শের জন্য ১৬২৬৩ নম্বর “স্বাস্থ্য বাতায়ন”-এ যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনাগুলো হলো-

১। দিনের বেলায় ঘরের বাইরে বের হলে ছাতা, টুপি/ক্যাপ, বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখুন।

২। হালকা রঙের সুতির ঢিলে-ঢালা জামা পরিধান করুন।

৩। প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন এবং তরল জাতীয় খাবার গ্রহণ করুন।

আরও পড়ুন

৪। সম্ভব হলে একাধিক বার গোসল করুন।

৫। অতিরিক্ত তেল-মশলা যুক্ত খাবার পরিহার করুন এবং বাসি, খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন।

৬। প্রস্রাবের রঙের দিকে লক্ষ্য রাখুন, গাড় হলুদ রঙের প্রস্রাব হলে অবশ্যই পানি পানের পরিমাণ বৃদ্ধি করুন।

৭। গরমে অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন।

৮। গরমে যে সকল ব্যক্তি অধিক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন যেমন- শিশু ও গর্ভবতী মা, বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধী ব্যক্তি, রিকশাচালক, কৃষক, নির্মাণ শ্রমিক, দিনমজুর, স্থূলকায় ব্যক্তি এবং শারীরিকভাবে অসুস্থ ব্যক্তি বিশেষ করে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের রোগী, তারা বিশেষভাবে সাবধান থাকবেন।

৯। প্রয়োজনে “স্বাস্থ্য বাতায়ন”- ১৬২৬৩ নম্বরে পরামর্শের জন্য যোগাযোগ করুন।

প্রসঙ্গত, চলমান তাপপ্রবাহে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল শনিবার ছিল ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা। শুক্রবার ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল শনিবার ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার ছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর বাইরে কিছু এলাকায় তাপমাত্রা ৪০-এর ওপরে আছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এই তাপপ্রবাহ আরও একদিন অব্যাহত থাকতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গোবিন্দ আমাকে ছাড়া, আর আমি গোবিন্দকে ছাড়া বাঁচতে পারব না’

মন নিয়ে না খেলে ক্রিকেট খেল: সোনিয়া | Celebrity Cricket League | Model Sonia | Daily Karatoa

বগুড়া বিআরটিএ অফিসে দুদকের অভিযান শেষে যা জানা গেল | BRTA Corruption | DUDOK | Anti Corruption

ভারতের অনুরোধেই যুদ্ধবিরতি : পাকিস্তান

‘ইনসাফ’-এর যে পোস্টার মিলে গেল কোরিয়ান সিনেমার সঙ্গে

ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার