ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

বাদ্যযন্ত্রের উচ্চ শব্দ কমানোর অনুরোধ করায় ঘরবাড়ি ভাঙচুর-লুট

বাদ্যযন্ত্রের উচ্চ শব্দ কমানোর অনুরোধ করায় ঘরবাড়ি ভাঙচুর-লুট

নিউজ ডেস্ক:   মাদারীপুর সদর উপজেলার কুলপদ্বী মোবারককান্দি এলাকার উচ্চ বাদ্যযন্ত্রের শব্দ কমানোর অনুরোধ করায় এক কৃষকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। 


শুক্রবার (২৮ মার্চ) রাতে সদর উপজেলার কুলপদ্বী মোবারককান্দি এলাকার বাসিন্দা আলমগীর হোসেন মাতুব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারটি সূত্র জানায়, শুক্রবার বিকেলে উচ্চ বাদ্যযন্ত্র বাজিয়ে পিকনিকের আয়োজন করে মোবারককান্দি এলাকার কয়েকজন যুবক। তাদের বাদ্যযন্ত্রের শব্দ কমাতে অনুরোধ জানায় আলমগীর হোসেন। কিন্তু তার কথা না শুনে বখাটে যুবকরা শব্দ আরো বাড়িয়ে দিয়ে গান শুনতে থাকে। পরে আলমগীর হোসেন, তার স্ত্রী ও মেয়ে এই ঘটনার প্রতিবাদ করলে তারা ওই রাতেই তাদের বাড়িতে হামলা চালায়। 

আরও পড়ুন

এসময় তারা ঘরের দরজা জানালা ভেঙে ঘরের মধ্যে ভাঙচুর ও লুটপাট চালায়। হামলাকারীদের বাঁধা দিতে গেলে তারা আলমগীর হোসেন তার পরিবারের সদস্যদের মারধরও করেন বলে অভিযোগ উঠেছে।


মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান বলেন, “খবর পেয়ে রাতেই সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং রাতেই ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গোবিন্দ আমাকে ছাড়া, আর আমি গোবিন্দকে ছাড়া বাঁচতে পারব না’

মন নিয়ে না খেলে ক্রিকেট খেল: সোনিয়া | Celebrity Cricket League | Model Sonia | Daily Karatoa

বগুড়া বিআরটিএ অফিসে দুদকের অভিযান শেষে যা জানা গেল | BRTA Corruption | DUDOK | Anti Corruption

ভারতের অনুরোধেই যুদ্ধবিরতি : পাকিস্তান

‘ইনসাফ’-এর যে পোস্টার মিলে গেল কোরিয়ান সিনেমার সঙ্গে

ফেসবুক-ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেপ্তার