ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

জাতীয় পর্যায়ে রত্নগর্ভা মা এ্যাওয়ার্ড পেলেন বগুড়া সারিয়াকান্দির জোবেদা খানম

জাতীয় পর্যায়ে রত্নগর্ভা মা এ্যাওয়ার্ড পেলেন বগুড়া সারিয়াকান্দির জোবেদা খানম

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : জাতীয় পর্যায়ে রত্নগর্ভা মা এ্যাওয়ার্ড পেয়েছেন বগুড়া সারিয়াকান্দির জোবেদা খানম। তিনি উপজেলার পারতিত পরল গ্রামের মৃত আব্দুস সাত্তার মাস্টারের স্ত্রী। তিনি আজ রোববার (১১ মে) ঢাকা ক্লাবে আয়োজিত মা দিবসের অনুষ্ঠানে এ পদক গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন।

জোবেদা খানম ২০২৩ সালে সারিয়াকান্দি উপজেলায় রত্নগর্ভা মা হিসেবে শ্রেষ্ঠ জয়িতা পদক পেয়েছেন। সাত সন্তানের জননী জোবেদা খানম অজো পাড়াগাঁয়ে থেকেও সব সন্তানকেই তিনি উচ্চ শিক্ষিত করে তাদের প্রতিষ্ঠিত করেছেন। জোবেদা খানমের চতুর্থ সন্তান ড. মোঃ জাকির সুলতান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল সায়েন্টিস্ট।

প্রথম সন্তান জাহাঙ্গীর সুলতান মানিক এবং পঞ্চম সন্তান জাহিদ সুলতান সরকারি চাকরিজীবী। ৬ষ্ঠ সন্তান অধ্যাপক ড. মোঃ জামিল সুলতান হিরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান।

আরও পড়ুন

তার দ্বিতীয় সন্তান মরিয়ম সুলতানা শিপু এবং তৃতীয় সন্তান মনিরা সুলতানা শিল্পী উচ্চ শিক্ষা লাভ করে নারী উন্নয়নমূলক কর্মকান্ডে নিয়োজিত রয়েছেন। তার সপ্তম কন্যা শিরিন সুলতানা উচ্চ শিক্ষা লাভ করে একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামালকে ‘শিশু’ বলতে নারাজ ফ্লিক

‘গোবিন্দ আমাকে ছাড়া, আর আমি গোবিন্দকে ছাড়া বাঁচতে পারব না’

মন নিয়ে না খেলে ক্রিকেট খেল: সোনিয়া | Celebrity Cricket League | Model Sonia | Daily Karatoa

বগুড়া বিআরটিএ অফিসে দুদকের অভিযান শেষে যা জানা গেল | BRTA Corruption | DUDOK | Anti Corruption

ভারতের অনুরোধেই যুদ্ধবিরতি : পাকিস্তান

‘ইনসাফ’-এর যে পোস্টার মিলে গেল কোরিয়ান সিনেমার সঙ্গে