ভিডিও শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১০ মে, ২০২৫, ০৮:৪৩ রাত

মাকে নিয়ে গাইলেন সামিনা চৌধুরী

সামিনা চৌধুরী

বিনোদন ডেস্ক ঃ আগামীকাল ১১ মে মা দিবস। দিবসটিকে সামনে রেখে মাকে নিয়ে গান গাইলেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী।

এবারই প্রথম মাকে নিয়ে গাইলেন তিনি। কামরুল নান্নুর লেখা ‘নাড়ির বন্ধন’ শিরোনামের গানটির সুর করেছেন মুরাদ নূর। সংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু।

মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সামিনা চৌধুরী। ১১ মে গানটি প্রকাশ করা হবে সামিনা চৌধুরী অফিশিয়াল নামের ইউটিউব চ্যানেল ও একাধিক স্ট্রিমিং প্লাটফর্মে।

মাকে নিয়ে গান করার অনুভূতি জানিয়ে সামিনা চৌধুরী বলেন, ‘মাকে নিয়ে গান গাইতে পেরে ভীষণ ভালো লাগছে। আল্লাহর রহমতে আমার মা সুস্থ আছেন, মায়ের গর্ভে গানের পরিবারে জন্মেছি আমি। সে গান দিয়ে মাকে স্মরণ করতে পারলাম, এ আনন্দ প্রকাশ করার মতো না। পৃথিবীর সকল মাকে উৎসর্গ করেছি এই গান।’

মুরাদ নূরের সুরে আগেও গেয়েছেন সামিনা চৌধুরী। নতুন গানটি নিয়ে তিনি বলেন, ‘মুরাদ নূরের সঙ্গে আমার বেশ কিছু সৃষ্টি হচ্ছে। ‘মেঘবরষা’ শিরোনামের একটি গান বেশ প্রশংসিত হয়েছে। মুরাদ মেধাবী একজন সুরকার। এক আড্ডায় পরিকল্পনা হয় আমরা মাকে নিয়ে গান করব। সবকিছুর দায়িত্ব নূরকে দিই। পরিকল্পনা আর প্রত্যাশা অনুযায়ী গানটি তৈরি করেছে সে। ভীষণ ভালো একটি গান হয়েছে।’

নাড়ির বন্ধন গানটির পরিকল্পক ও সুরকার মুরাদ নূর বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমার মা বেঁচে আছেন, তাঁকে নিয়ে গান বেঁধে শোনাতে পেরেছি, এটাই আমার সার্থকতা, আমার প্রাপ্তি। সামিনা আপার সঙ্গে কাজ করতে পারাটা বরাবরই আমার কাছে সৌভাগ্যের মনে হয়। আপা আমাকে ভীষণ স্নেহ করেন। প্রফেশনালি কাজ করতে গেলে নানা ধরনের গান করতে হয়, সব সময় মান ধরে রাখা কষ্টকর। কিন্তু কিছু কাজের সঙ্গে আপস করা যায় না; নিজেকে উজাড় করে দেয়া যায়। এটি তেমনই একটি সৃষ্টি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত সরকার গঠন করলে বিষ খাবেন ফজলুর রহমান

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন ভুটানের প্রধানমন্ত্রী

নরসিংদীতে ভূমিকম্পে নিহত বাবা-ছেলের জানাজা-দাফন সম্পন্ন

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে প্রস্তুত ইসি

সাদমানের পর শান্ত আউট, বড় লিড নিচ্ছে বাংলাদেশ

পরস্পরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প-মামদানি