ভিডিও শনিবার, ১০ মে ২০২৫

আইপিএল আয়োজন করতে চায় ইংল্যান্ড

আইপিএল আয়োজন করতে চায় ইংল্যান্ড, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান চলমান সংঘাত পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ আয়োজনের প্রস্তাব দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। 

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়, ইসিবি’র প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড এই প্রস্তাব দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কে। প্রস্তাবে বলা হয়েছে, ভারত যদি ঘরোয়া পরিস্থিতির কারণে আইপিএল চালিয়ে যেতে না পারে, তবে ইংল্যান্ডে আয়োজন করা যেতে পারে টুর্নামেন্টের বাকি অংশ। সম্ভাব্য সময় ধরা হয়েছে চলতি বছরের সেপ্টেম্বর মাস।

উল্লেখ্য, ভারত-পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনার কারণে আইপিএল’র ১৮তম আসর আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। তবে বিদেশি খেলোয়াড়দের দেশে পাঠিয়ে দেয়ায় এবং অনিশ্চিত পরিস্থিতির কারণে এক সপ্তাহ পর টুর্নামেন্ট শুরু হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।আইপিএল’র এবারের আসরে এখনো বাকি রয়েছে ১৬টি ম্যাচ, আর পিএসএলের বাকি ৮টি। বিসিসিআই আপাতত সব দলকে বাড়ি ফিরে যেতে বলেছে এবং বিদেশি ক্রিকেটারদের মধ্যে অনেকেই ভারত ত্যাগ করেছেন।

আরও পড়ুন

প্রসঙ্গত, ২০২১ সালেও ইসিবি একই ধরনের প্রস্তাব দিয়েছিল, তবে তখন আইপিএল শেষ পর্যন্ত আয়োজিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। যদিও ইসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে আইপিএল আয়োজন নিয়ে কোনও সক্রিয় আলোচনা নেই, তবে তারা প্রস্তুত আছে প্রয়োজনে সহায়তা দিতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ের বোদায় ককটেল বিস্ফোরণ মামলায় ইউপি চেয়ারম্যান ও সদস্য আটক

রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয়,সমস্যা মনমানসিকতার : গয়েশ্বর

দিনাজপুরের কাহারোলে ক্যাপসিকাম চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে

ভারত থেকে অনুপ্রবেশকালে বেনাপোল সীমান্তে ২ হিজড়া আটক

ভারতের সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে মোদির জরুরি বৈঠক

নারায়ণগঞ্জে দুই মাদক ব্যাবসায়ী আটক